কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের দেওয়া সেই বিবৃতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঐহিত্যমণ্ডিত ঘটনা বলে উল্লেখ করেছেন। ২২ জানুয়ারিকে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে দৃঢ় সংযোগ ঘটনার দিন বলেও উল্লেখ করেছেন। সেই সঙ্গে এ দিন রাজ্যে যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে সেই আবেদন করেছেন রাজ্যপাল।
অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে রাজ্যের শান্তি যাতে বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, এ সংক্রান্ত কোনও ভুল বার্তার প্ররোচনার ফাঁদে না পড়তেও রাজ্যবাসীকে অনুরোধ করেছেন তিনি। এ নিয়ে রাজ্যপালের বার্তায় লেখা হয়েছে, “আমি আমার বাংলার ভাই-বোনদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটিকে সুন্দর ও আলোকময় করে তোলার আহ্বান জানাই। বন্ধুরা, আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি। এবং ভুল তথ্যের শিকার হবেন না। আইন আপনার পক্ষে আছে। সামাজিক সংহতিকে উন্নীত করার জন্য মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।”
প্রসঙ্গত, অযোধ্যায় শ্রী রামের প্রতিষ্ঠা উপলক্ষে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হয়েছে ছুটি বা অর্ধদিবস কাজের ঘোষণা। কিন্তু পশ্চিমবঙ্গে সে রকম কিছু হচ্ছে না। উল্টে রাজ্যের শাসকদলের নেতৃত্বে হবে সংহতি যাত্রা। যা নিয়ে বিজেপি নেতারা কটাক্ষও করেছেন তৃণমূলকে। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্যই রাজ্যপালের এই বার্তা বলে মত ওয়াকিবহাল মহলের।