WB Panchayat Elections: কমিশনেই ভরসা, জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষকে ‘না’ হাইকোর্টের

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 05, 2023 | 6:45 PM

WB Panchayat Elections: ভোট পর্বে মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেই পর্যবেক্ষক নিয়োগের কথা বলেছিল জাতীয় মানবাধিকার কমিশন।

WB Panchayat Elections: কমিশনেই ভরসা, জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষকে না হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। রাজ্য নির্বাচন কমিশন তাতে আপত্তি জানায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপ খারিজ করে দিয়েছিল আগেই। এবার ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল সেই আর্জি। আদালত চায়, রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই যাতে ভরসা রাখা হয়। নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক প্রয়োজন আছে বলে মনে করছে না।

হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ প্রথমে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনেছে হাইকোর্ট। রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ, বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের সেই নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকছে।

ভোট পর্বে মানবাধিকার লঙ্ঘন হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেই পর্যবেক্ষক নিয়োগের কথা বলেছিল জাতীয় মানবাধিকার কমিশন। তবে এভাবে পর্যবেক্ষক নিয়োগ করা যায় কি না, তা নিয়েই প্রশ্ন তোলে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য ছিল, খোদ রাজ্যপাল যখন নিজে পরিস্থিতি খতিয়ে দেখছেন, তখন জাতীয় মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন।