WB Post Violence Case: মুখবন্ধ খামে আদালতে আজ ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দেবে সিবিআই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 04, 2021 | 9:34 AM

WB Post Poll Violence Case: সেপ্টেম্বরের ২২ তারিখেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেন তদন্তকারীরা।

WB Post Violence Case: মুখবন্ধ খামে আদালতে আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই
ভোট পরবর্তী হিংসা মামলায় আজ জমা পড়বে স্ট্যাটাস রিপোর্ট (অলঙ্করণ-অভীক দেবনাথ)

Follow Us

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence Case) মামলার তদন্তে কলকাতা হাইকোর্টে জমা পড়বে স্ট্যাটাস রিপোর্ট। আজ, সোমবারই রিপোর্ট জমা দেবে সিবিআই তদন্তকারী দল। মুখবন্ধ খামে জমা পড়বে রিপোর্ট। তদন্ত শুরু করার ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা পড়ছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের ২২ তারিখেই এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেন তদন্তকারীরা।
নিজাম প্যালেসে রিভিউ বৈঠকেও বসেন তাঁরা। দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টররা আসেন কলকাতায়। সূত্রের খবর, কতগুলি এফআইআর হল, কতগুলি চার্জশিট জমা পড়েছে, কতজন গ্রেফতার হয়েছে, তা উল্লেখ থাকবে সেই রিপোর্টে।

তদন্তের অগ্রগতি কতদূর হয়েছে, আর কী কী করা দরকার, তা নিয়ে আলোচনা ও তদন্তকারী অফিসারদের পরামর্শ দেওয়া হয়। ভোট পরবর্তী হিংসার তদন্তে মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।

প্রত্যেক জোনের টিমে ২১ জন করে তদন্তকারী অফিসার বা আইও। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন ৪ যুগ্ম অধিকর্তারা। পৌঁছেছেন বেশিরভাগ ডিআইজি ও এসপি। রাজ্যে ১৫ টি খুন এবং ৬ টি ধর্ষণের মামলায় ২৭ অগাস্ট ১১টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। খুন, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা, অপহরণ, অনুপ্রবেশের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এফআইআরগুলি দায়ের করা হয়। গত শনিবার আরও ১০টি এফআইআর দায়ের করা হয়। ২৯ অগস্ট আরও সাতটি এফআইআর দায়ের করা হয়। পরে আরও দুদফায় চারটি ও তিনটি এফআইআর দায়ের করা হয়।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্যে চতুর্থ চার্জশিট পেশ করে সিবিআই। কাঁকরতলার বিজেপি কর্মী মিঠুন বাগদি খুনে চার্জশিট জমা দেয় সিবিআই। তারপর ৩০ সেপ্টেম্বর কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিত্ সরকারের মৃত্যুতে চার্জশিট জমা দেয় সিবিআই। এই নিয়ে মোট ৬টা চার্জশিট জমা পড়ে। এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসা মামলায় মোট ৩৭ টি এফআইআর দায়ের হয়েছে।

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করা শুরু করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এবার ধাপে ধাপে প্রত্যেকটি কেসের তদন্তকারী রাজ্যের অফিসারদের তলব করা হবে। ভোট পরবর্তী সংশ্লিষ্ট হিংসার মামলার বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে রাজ্যের তদন্তকারী অফিসারদের কাছেই। যেমন কাদের কাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কাদেরকে গ্রেফতার করা হয়নি, কেন গ্রেফতার করা হয়নি, কী কী তথ্য প্রমাণ রাজ্য পুলিশের হাতে এসেছিল, তা বিস্তারিত তথ্য রাজ্যের তদন্তকারী আধিকারিকদের কাছ থেকেই জানতে চায় সিবিআই।

আরও পড়ুন: Flood in Bengal: মাথার ওপর ত্রিপলটুকুও জোটেনি, নিজেদের ঘরের শেষ রসদ দিয়েই পেট চলছে, কোথায় প্রশাসন?

Next Article
Domestic Violence: প্রত্যেক দিনের অত্যাচার উকিল স্বামীর, ইদানীং যোগ দেন শ্বশুরও! বাড়িতেই নিগৃহীত যাদবপুরের অধ্যাপিকা
Kolkata Fire: সাত ঘণ্টা পরও দাউ দাউ করে আগুন জ্বলছে কলুটোলা স্ট্রিটের বহুতল, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন