AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Resul 2021 Live Update: ১০০ শতাংশই পাশ, সর্বোচ্চ নম্বর ৬৯৭, নম্বর পছন্দ না হলে ফের পরীক্ষার সুযোগ

| Edited By: | Updated on: Jul 20, 2021 | 12:19 PM
Share

Madhyamik Resul 2021 Live Update: আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে

Madhyamik Resul 2021 Live Update: ১০০ শতাংশই পাশ, সর্বোচ্চ নম্বর ৬৯৭, নম্বর পছন্দ না হলে ফের পরীক্ষার সুযোগ
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে। করোনা কালে এই প্রথম পরীক্ষা ছাড়াই হচ্ছে মাধ্যমিকের মূল্যায়ন। একশো শতাংশ পরীক্ষার্থীই এবার পাশ করেছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Jul 2021 09:27 AM (IST)

    নম্বরে খুশি না হলে পরীক্ষা

    নম্বরে খুশি না পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে।

  • 20 Jul 2021 09:21 AM (IST)

    ৭৯ জন পেয়েছে সর্বোচ্চ নম্বর ৬৯৭

    এবছর মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন পেয়েছে ৬৯৭। নম্বরে খুশি না হলে ফের পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা।

  • 20 Jul 2021 09:14 AM (IST)

    এবছর পাশের হার ১০০ শতাংশ

    ১০লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি। এ বছর পাশের হার ১০০ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৬৯৭।

  • 20 Jul 2021 09:01 AM (IST)

    ফল দেখা যাবে যে ওয়েবসাইটগুলিতে

    ফল জানা যাবে, www.indiaresults.com, www.wbbse.gov.in, www.jagranjosh.com- এই ওয়েবসাইটগুলিতে।

  • 20 Jul 2021 08:59 AM (IST)

    সকাল ১০ টা থেকেই ওয়েবসাইটে জানা যাবে ফল

    সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ। ১০ টা থেকে জানা যাবে ওয়েবসাইটে। মাধ্যমিকের ফল জানা যাবে একাধিক ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে।

  • 20 Jul 2021 08:57 AM (IST)

    ওয়েবসাইটেই জানা যাবে রেজাল্ট

    রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে।

  • 20 Jul 2021 08:56 AM (IST)

    এবার অভিভাবকদের হাতে মার্কশিট

    কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।

  • 20 Jul 2021 08:55 AM (IST)

    মেধাতালিকা ছাড়াই ফল

    মেধাতালিকা ছাড়াই এবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এবারে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা প্রকাশিত হচ্ছে না।

Published On - Jul 20,2021 8:52 AM