কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination Result) ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী ১৯ মে। কয়েকদিনের মধ্যেই যে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্পষ্টভাবে দিনক্ষণ তিনি না জানালেও বলেছিলেন, দিন দশেকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথা। তবে এবার ঘোষিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন। মধ্য শিক্ষা পর্ষদের (WBBSE) ওয়েবসাইটে আগামী ১৯ মে সকাল ১০ টা থেকে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এই বছরই সবথেকে কম সময়ের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট।
উল্লেখ্য, গত ৪ মার্চ মাধ্য়মিক পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষা শেষের পর আড়াই মাসের মধ্যেই এবার মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী গতকাল মাধ্যমিকের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে বলেছিলেন, ‘আমি আশা করছি আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে তাতে আর দিন দশেকের মধ্যে হয়ত বেরিয়ে যাবে।’ শিক্ষামন্ত্রীর সেই কথাই সত্যি হয়ে ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট।
পড়ুয়াদের শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষা বলতে গেলে এই মাধ্যমিক পরীক্ষাই। এই বছরের মাধ্যমিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলেছিল ৪ মার্চ পর্যন্ত। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে মাধ্যমিকের ফলপ্রকাশ করার টার্গেটের কথা। সেই মতো আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে পরীক্ষার রেজাল্ট। উল্লেখ্য, এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাত লাখের কাছাকাছি। পড়ুয়াদের শিক্ষাজীবনের প্রথম বড় পরীক্ষার জন্য ১২২৬টি পরীক্ষাকেন্দ্রের বন্দোবস্ত করা হয়েছিল। পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে শুরু থেকেই তৎপর ছিল মধ্য শিক্ষা পর্ষদ।