‘আমরা তো লড়বই, আপনারাও সাহায্য করুন’, করোনা পরিস্থিতিতে মমতা-দিলীপ-অধীরদের চিঠি চিকিৎসকদের

Apr 09, 2021 | 7:23 PM

আট দফায় ভোটের (West Bengal elections 2021) বাংলার করোনা পরিস্থিতিও মারাত্মক।

আমরা তো লড়বই, আপনারাও সাহায্য করুন, করোনা পরিস্থিতিতে মমতা-দিলীপ-অধীরদের চিঠি চিকিৎসকদের
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ভোট ((West Bengal elections 2021) প্রচারে তাবড় তাবড় নেতা। আর তাঁদের রাজনৈতিক ক্যারিশ্মার টানে পথে নামছেন হাজার হাজার মানুষ। লাল, গেরুয়া, সবুজ নির্বিশেষে সব রঙের শিবিরেই এক উত্তাপ। তবে ভোটের বঙ্গে এবার কিন্তু বড়সড় হুমকি করোনা পরিস্থিতি! সবথেকে তাৎপর্যপূর্ণ হল, ভোট চাইতে নেমে সে কথা বেমালুম ভুলে যাচ্ছেন নেতা-নেত্রীরা। সে কথা মনে করিয়ে দিতে এবার ময়দানে নামল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (WBDF)। নির্বাচনী প্রচারে রাজনীতিকদের করোনা সচেতনতা বিধি মেনে চলার আর্জি জানিয়ে তারা ইমেল পাঠাল মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, দিলীপ ঘোষ, অধীর চৌধুরীর মতো বিভিন্ন রাজনৈতিক দলের মুখকে।

তারা লিখেছে, আট দফায় ভোটের বাংলার করোনা পরিস্থিতিও মারাত্মক। বিশ্বজুড়ে করোনার যে দ্বিতীয় ঢেউ তার প্রভাব থেকে এ রাজ্যও কিন্তু সুরক্ষিত নয়। রোজই বাড়ছে সংক্রমণ। গত এক মাসে যেভাবে এই সংক্রমণ বেড়েছে তা দেখে মনে হচ্ছে, ২০২০ সালের পরিস্থিতি থেকেও খারাপ হবে এবারের অবস্থা। মানুষও বাধ্য হচ্ছেন পথে নামতে। আবারও লকডাউন অর্থনীতির জন্য খুবই খারাপ দিন আনতে পারে। সেক্ষেত্রে সচেতনতাই একমাত্র পথ।

আরও পড়ুন: ‘এ তো সরাসরি হুমকি’! গৌতম দেবের নামে নালিশ জানিয়ে কমিশনকে বলল বিজেপি

চিকিৎসকদের প্রতিনিধিরা লিখেছেন, তাঁরা তো প্রথম সারিতে দাঁড়িয়ে যে ভাবে লড়াই করার করবেনই। তবে এখন ভোটের প্রচার, রোড শো, মিছিলে যে সংখ্যক মানুষ অংশ নিচ্ছেন তাতে কোভিড প্রটোকলই মানা হচ্ছে না। জনগণের নেতা হিসাবে তাই এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে তাঁদের আবেদন, এই কঠিন পরিস্থিতিতে মানুষ যাতে বিধি মেনে চলেন সেদিকটা নজর দেওয়া হোক। এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, অধীর চৌধুরীদের মতো ‘মাস লিডার’দের ভূমিকা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেদিক নজরে রেখেই এই ইমেলটি করা হয়েছে।

Next Article