WBHRB Protest: আজও স্বাস্থ্যভবন চত্বরে নার্সিং বিক্ষোভের আঁচ, আগেভাগেই প্রস্তুত পুলিশ-RAF

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 24, 2022 | 2:56 PM

WBHRB Protest: স্বাস্থ্যভবনের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। বাইরে দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান। পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও আসছেন। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের বাইরে জমায়েত করতে শুরু করেছেন নিয়োগপ্রার্থীরা।

WBHRB Protest: আজও স্বাস্থ্যভবন চত্বরে নার্সিং বিক্ষোভের আঁচ, আগেভাগেই প্রস্তুত পুলিশ-RAF
আজও নার্সিং বিক্ষোভের আঁচ

Follow Us

কলকাতা: সোমবারের পর মঙ্গলবারও। আজও নার্সিং বিক্ষোভের আঁচ রয়েছে স্বাস্থ্য ভবন চত্বরে। বিক্ষোভের আশঙ্কায় আগে থেকেই মোতায়েন RAF ও রয়েছেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে হেলথ রিক্রুকটমেন্ট অফিসে। জমায়েতের দাবিতে অনড় নার্সিং পড়ুয়ারা। মঙ্গলবার অফিস টাইম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যভবনে যাতায়াতকারী সব ব্যক্তির পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে।

নার্সিং বিক্ষোভে সোমবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন রাস্তা। মঙ্গলবার সকাল থেকেই কার্যত কড়া নজরদারি এলাকায়। যাতে কোনওভাবে নিয়োগপ্রার্থী, যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন স্বাস্থ্য ভবনের বাইরে, তাঁরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারেন। যাতে জমায়েত করতে না পারেন।

স্বাস্থ্যভবনের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। বাইরে দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান। পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও আসছেন। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের বাইরে জমায়েত করতে শুরু করেছেন নিয়োগপ্রার্থীরা। তাঁদেরই একজন বললেন, “আমরা আজ ভিতরে ঢুকবই। আমরা জানতে চাই, ওঁরা কী বলতে চাইছেন আমাদের নিয়োগ নিয়ে। তাঁদের দাবি পূরণ করতে পারেননি স্বাস্থ্যভবনের কর্তাব্যক্তিরা।”

পুলিশের সঙ্গে সোমবারই বিক্ষোভকারীদের কথা হয়েছে। তাঁরা পুলিশের কাছ থেকে অনুমতিপত্র নেবেন। তাঁদের অনেকেই অনুমতিপত্র নিয়েই স্বাস্থ্যভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন।

প্রসঙ্গত, নিয়োগের দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে স্বাস্থ্যভবন চত্বর। বিক্ষোভকারীদের অভিযোগ, GNM স্টাফ নার্সিং-এর পরীক্ষার পরে প্রকাশিত তালিকায় গরমিল রয়েছে। সেই নিয়েই বিক্ষোভ পরীক্ষার্থীদের একাংশের। অভিযোগ, যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের নাম রয়েছে। কম নম্বর পেলেও তালিকায় নাম রয়েছে অনেকেরই। অসংরক্ষিত প্রার্থীদের তালিকার মধ্যেই ঢুকে গিয়েছে সংরক্ষিত প্রার্থীদের নাম। এমনই সমস্ত অভিযোগ নিয়েই সোমবার সকাল থেকে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের বাইরে বিক্ষোভ দেখান নিয়োগপ্রার্থীরা। তা নিয়ে চরম উত্তেজনা ছড়ায়। আজও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে।

Next Article