কলকাতা: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের ভোটে কারচুপির দাবি নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। রবিবার (২৩ অক্টোবর), বিধাননগর দক্ষিণ থানায় তারা রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। তবে, তৃণমূলপন্থী চিকিৎসকদের সংগঠনের দাবি, হেরে যাবে বুঝেই নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে বিরোধী সংগঠন।
রিটার্নিং অফিসারকে একটি চিঠি দিয়ে ডব্লুবিএমসি নির্বাচন ২০২২-এর নির্বাচনী প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স। তারা কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছে। তাদের প্রার্থী ডা. অর্জুন দাশগুপ্ত জানিয়েছেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার এবং অ্যাড-হক কাউন্সিলের মধ্যে যোগসাজশে সম্পূর্ণ নির্বাচনী নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
তাদের অভিযোগ, বিভিন্ন উপায়ে প্রায় ৫০ শতাংশ জাল ব্যালট গ্রহণ করা হয়েছে। হাজার হাজার ব্যালটে শুধুমাত্র একজন প্রার্থীর নাম সম্পূর্ণ অনুপস্থিত ছিল। বিভিন্ন রঙের কলম ব্যবহার করে অতিরিক্ত “X” চিহ্ন বসিয়ে বৈধ ব্যালট বাতিল করা হয়েছে। কত ব্যালট ফিরে এসেছে সেই সংখ্যার কোনও ঘোষণা করা হয়নি। তাই জাল ব্যালট ছাপা হয়েছে কি না তা বোঝার কোনও উপায় রাখা হয়নি। বিভিন্ন অনৈতিক কাজ করা হলেও, রিটার্নিং অফিসার কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি। স্ট্রং রুমটি সঠিকভাবে সিল করা হয়নি।
সব মিলিয়ে এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটি সীমাহীন অনিয়মে ভরা বলে দাবি করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হবে বলে জানিয়েছে তারা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল-এর শাসক গোষ্ঠী অবশ্য রবিবারই জয়ের আনন্দে সবুজ আবির খেলতে শুরু করে দিয়েছে। জয়েন্টপ্ল্যাটফর্মের কোনও অভিযোগকেই পাত্তা দিতে নারাজ তৃণমূলপন্থী চিকিৎসকদের সংগঠন।