Nabanna: WBPS মিতুন দে! শুভেন্দুর গড়ে বদলি হতেই শুরু গুঞ্জন, কী তাঁর রেকর্ড?
Nabanna: প্রশ্ন উঠছে, সেই কারণেই কি শুভেন্দুর জেলা শাসন করতে মিতুনকে বদলি? যদিও পুলিশের অন্য মহলের দাবি, মিতুনকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে বদলি করা হয়েছে। যে পদ মূলত প্রশাসনিক কাজ সামলানোর জন্যই। কার্যক্ষেত্রে মিতুন প্রশাসনিক কাজের বাইরে ও জেলা শাসন করতে কতটা মাথা ঘামান সেটাই দেখার।

কলকাতা: সম্প্রতি সাংবাদিক বৈঠক করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এক জন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর, আরেক জন এসইপি পদমর্যাদার পুলিশ কর্তার বক্তৃতার ক্লিপিংস সাংবাদিক বৈঠকে তুলে ধরেন। সেখানে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক দিচ্ছেন! তাঁদের নামে ইতিমধ্যেই তিনি CEC জ্ঞানেশ কুমারকে চিঠি করেছেন। কলকাতা পুলিশের ৩২৪ জন, পশ্চিমবঙ্গ পুলিশের ৫৯১ জন, মোট ৯১৫ জনের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু। এবার ভোটের আগে পুলিশের এই নিরপেক্ষতা-বিতর্কের মাঝেই SP র্্যাঙ্কে একাধিক রদবদল করল নবান্ন। তার মধ্যে এই পুলিশ কর্তার বদল নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
WBPS মিতুন দে ! তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পূর্ব মেদিনীপুর জেলায় বদলি নিয়ে পুলিশমহলে চর্চা শুরু হয়েছে বলেই খবর। রাজনীতির কারবারিদের মত, ডায়মন্ড হারবার থেকে শুভেন্দুর জেলায় বদলির পিছনে লুকিয়ে রয়েছে অঙ্ক। মিতুন ডায়মন্ড হারবার পুলিশ জেলায় কাজের সুবাদে ওই জেলায় শাসকের ‘ঘনিষ্ঠ’ বলেই পুলিশমহলে পরিচিত। সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যায়, তাঁর দাবাং ভাবমূর্তি। রেকর্ড বলছে, মিতুনের গোষ্ঠীদ্বন্দ্ব ঠান্ডা করার অভিজ্ঞতাও রয়েছে। সামলেছেন ২০১৬,২০২১-এর বিধানসভা ভোট, ‘২৪ এর লোকসভা ভোটও দক্ষ হাতে সামলানোর রেকর্ড রয়েছে তাঁর। পুলিশমহলের মত, নির্বাচনের ফলাফলেই লুকিয়ে অনেক উত্তর।
প্রশ্ন উঠছে, সেই কারণেই কি শুভেন্দুর জেলা শাসন করতে মিতুনকে বদলি? যদিও পুলিশের অন্য মহলের দাবি, মিতুনকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে বদলি করা হয়েছে। যে পদ মূলত প্রশাসনিক কাজ সামলানোর জন্যই। কার্যক্ষেত্রে মিতুন প্রশাসনিক কাজের বাইরে ও জেলা শাসন করতে কতটা মাথা ঘামান সেটাই দেখার।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলাতেও একাধিক আইসিকে বদল করে নতুন আইসিদের নিয়ে আসা হয়েছে। যার পেছনেও রয়েছে বিশেষ অঙ্ক, দাবি পুলিশ মহলের একাংশের।
এদিকে, বৃহস্পতিবারই শুভেন্দু আরও একটি সাংবাদিক বৈঠক করে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নিরপেক্ষতা নিয়ে সোচ্চার হন। তাঁর বিরুদ্ধে আইপ্যাক যোগের অভিযোগ তোলেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে ‘যোগসাজশ’ রেখে কাজ করার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের হরিপুরে সাংবাদিক বৈঠক থেকে সরাসরি পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছেন নন্দীগ্রামের বিধায়ক। পুলিশ সুপারের বিরুদ্ধে শুভেন্দু আরও গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, নন্দীগ্রাম থেকে ন’জন সিভিক ভলান্টিয়রকে শুধুমাত্র ‘হিন্দু হওয়ার কারণে’ অন্যান্য থানায় বদলি করে দেওয়া হয়েছে।
