কলকাতা: ঝাড়খণ্ড ও বিহার থেকে হাতির দাঁত বিক্রি করতে এসেছিলেন কলকাতায়। খবর পেয়ে ফাঁদ পাতলেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল (WCCC) এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর (WCCB) কর্মীরা। সেই ফাঁদে পা দিলেন পাচারকারীরা। কলকাতার হাজরা মোড় থেকে গ্রেফতার করা হল চারজন হাতির দাঁত পাচারকারীকে। উদ্ধার করা হয়েছে চারটি হাতির দাঁত।
গতকাল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন, বিহার এবং ঝাড়খণ্ড থেকে চারটি হাতির দাঁত পাচার করার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপরই এই দুই বিভাগের পক্ষ থেকে ফাঁদ পাতা হয় আন্তঃরাজ্য এই গ্যাংটিকে ধরার জন্য।
উদ্ধার হয়েছে চারটি হাতির দাঁত
সেই মতো দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কর্মীরা। হাতির দাঁত কিনতে আগ্রহী জানিয়ে অফিসাররা ওই চার ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। কথা মতো হাজরা মোড়ে ওই চার ব্যক্তি চারটি হাতির দাঁত নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপস্থিত হন। সেইসময় হাজরা মোড় এলাকায় ওত পেতেছিলেন বন দফতরের বাকি কর্মীরা। তাঁরা ওই চারজনকে ঘিরে ফেলেন। পালানোর পথ পায়নি চার পাচারকারী। তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চারটি হাতির দাঁত। ওই পাচারকারীরা হাতির দাঁতগুলি কোথা থেকে পেয়েছে, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। এই আন্তঃরাজ্য চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আন্তর্জাতিক বাজারে এই হাতির দাঁতগুলি চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল।