Doctors Protest: আলকাতরায় ঢাকল We Want Justice, রাতারাতি বদলে গেল স্বাস্থ্য ভবন চত্বর

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 21, 2024 | 10:18 AM

Doctors Protest: শনিবার থেকেই হাসপাতালে ডিউটিতে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বলছেন, রঙ দিয়ে ঢেকে দিলেও আন্দোলনের আগুন চাপা দেওয়া যাবে না।

Doctors Protest: আলকাতরায় ঢাকল We Want Justice, রাতারাতি বদলে গেল স্বাস্থ্য ভবন চত্বর
রঙে ঢেকে দেওয়া হল স্লোগান
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ১১ দিন ধরে স্বাস্থ্য ভবন চত্বরের চেহারাটা কার্যত পাল্টে গিয়েছিল। ত্রিপল টাঙিয়ে ধরনায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। একপাশে বসানো হয়েছিল বায়ো টয়লেট। ব্যারিকেডে ঘিরে মোতায়েন করা হয়েছিল পুলিশ। আশপাশ দিয়ে গেলেই শোনা যাচ্ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। কেউ কেউ পৌঁছে দিচ্ছিলেন জলের গাড়ি, খাবারের প্যাকেট। ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে সেই ধরনা উঠে গিয়েছে। আর ধরনা উঠে যাওয়ার পর রাতারাতি বদলে ফেলা হল সেই স্বাস্থ্য ভবন চত্বর।

স্বাস্থ্য ভবনের বাইরের বাস স্ট্যান্ডে লেখা হয়েছিল নানা স্লোগান। রাস্তায় গোটা গোটা অক্ষরে লেখা ছিল We Want Justice (উই ওয়ান্ট জাস্টিস)। রাতারাতি বদলে গেল সে সব। শুক্রবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনায় ইতি টেনেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও তাঁরা বলেছেন, আন্দোলন জারি থাকবে। এরপর শনিবার সকাল হতেই দেখা গেল, সব স্লোগান মুছে ফেলা হয়েছে রঙে।

জাস্টিস স্লোগানে আলকাতরার প্রলেপ

বাস স্ট্যান্ড, যেখানে নানা স্লোগান লেখা ছিল, সেটা ঢেকে দেওয়া হয়েছে নীল রঙে। আশপাশে যে সব দেওয়াল বা পাঁচিলে স্লোগান লেখা ছিল, সেগুলোও এক রাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগের অবস্থায়। রাস্তায় লেখা স্লোগানের ওপর লেপে দেওয়া হয়েছে আলকাতরা। আন্দোলনের সব চিহ্ন যে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা স্পষ্ট। তবে জুনিয়র ডাক্তাররা বলছেন, রঙ দিয়ে ঢেকে দিলেও আন্দোলনের আগুন চাপা দেওয়া যাবে না। শনিবার থেকেই হাসপাতালে ডিউটিতে ফিরেছেন তাঁরা।

Next Article