Soumitra Khan: ‘আমরা ত্যাগী মানুষ ছিলাম না, ২০২১ সাল পর্যন্ত একটু-আধটু খেতাম’, মদ্যপান নিয়ে ‘স্ট্যান্ড ক্লিয়ার’ করলেন সৌমিত্র
Soumitra Khan: দিঘায় গিয়ে মমতার পাশে বসে ছবি তুলতেই দিলীপ ঘোষকে নিয়ে এখন তুমুল বিতর্ক বিজেপির অন্দরেই। আসছে তোপের পর তোপ। তোপ দাগছেন বিজেপির একেবারে হেভিওয়েট নেতারা। আক্রমণ শানিয়েছিলেন সৌমিত্রও।

কলকাতা: বিজেপিতে যোগদান করার পর পুরোপুরি বদলে ফেলেছেন নিজেকে। বদল এসেছে জীবনশৈলীতে। সম্পর্ক থেকে বিয়ে, দিলীপ বিতর্কের আবহেই ফের আরও একবার নিজের ‘স্ট্যান্ড’ ক্লিয়ার করলেন সৌমিত্র খাঁ। সাফ বললেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে মদ্যপান করতেন। তারপর আর ওই রাস্তা মাড়াননি। একইসঙ্গে নিজেকে সম্রাট অশোক এবং হরিশচন্দ্রের সঙ্গে তুলনা করলেন সৌমিত্র।
প্রসঙ্গত, দিঘায় গিয়ে মমতার পাশে বসে ছবি তুলতেই দিলীপ ঘোষকে নিয়ে এখন তুমুল বিতর্ক বিজেপির অন্দরেই। আসছে তোপের পর তোপ। তোপ দাগছেন বিজেপির একেবারে হেভিওয়েট নেতারা। একদিন আগে ফেসবুক পোস্টে দিলীপকে একহাত নেন বিষ্ণুপুরের সাংসদ। ‘ভোগী’ বলেও তোপ দাগেন। অন্যদিকে সুর চড়িয়েছেন দিলীপ নিজেও। নিজের দলের একের পর এক নেতার তোপের মুখে অকপটেই দিলীপ বলেন, “চরিত্র নিয়ে কারা কথা বলছে, যাদের দিনের জীবন এক, রাতের জীবন এক। যাঁদের ৪টে বউ, ৮টা গার্লফ্রেন্ড, তাঁরা চরিত্র নিয়ে কথা বলছে।” এই আবহে ফের গর্জে উঠতে দেখা যায় সৌমিত্র খাঁকে।
এদিন ফের সুর চড়িয়েই সৌমিত্র বলেন, “ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে আমি মদ্যপান করতাম। ২০২১ সাল পর্যন্ত আমরা একটু-আধটু খেতাম। কারণ আমরা তো ত্যাগী মানুষ ছিলাম না। কিন্তু গত আড়াই বছরে একবারও ছুঁয়ে দেখিনি। একজনও কেউ বলতে পারবেন গত তিন বছরে আমার সঙ্গে কেউ মদ্যপান করেছেন?” এমনকি নিজের বিয়ে নিয়েও এদিন প্রকাশ্যেই বেশ কিছু কথা বলতে দেখা যায় তাঁকে। নিজের ‘স্ট্যান্ড ক্লিয়ার’ করে বলেন, “পারমিতাকে বিয়ে করেছি। তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি তাঁকে বিয়ে করেছি। আমি ভাল কাজ করেছি।”
