কলকাতা: সন্দেশখালির পথে বাধা। গর্জে উঠল নাড্ডার হাইপাওয়ার কমিটি। রাজ্যপালের কাছে দরবার করার পর একেবারে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। হাইপাওয়ার কমিটির সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণ দেবী স্পষ্টই বললেন, হাইকোর্টে আবেদন করব। এবং আদালতের অনুমতি নিয়ে আমরা সন্দেশখালি যাব। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। এ নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়।
প্রসঙ্গত, রাজ্যের পাশাপাশি এবার জাতীয় রাজনীতির আঙিনাতেও বিতর্কের ঝড় সন্দেশখালিকাণ্ডে। মমতার সরকারের উপর চাপ বাড়িয়েই চলেছে পদ্ম শিবির। সন্দেশখালি যাওয়ার পথে আগেই বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধস্তাধস্তিতে পড়ে গিয়ে এখনও হাসপাতালে ভর্তি তিনি। বাধা পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুক্রবারও নতুন করে অ্য়াকশন মোডে নামতে দেখা হেল বিজেপিকে। সন্দেশখালি ইস্যুতে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে তৈরি হয়েছে হাইপাওয়ার কমিটি। এদিন তাঁরা সন্দেশখালির উদ্দেশে যেতে গেলে পড়তে হয় পুলিশি বাধার মুখে।
রামপুরেই বিজেপির হাইপাওয়ার কমিটিকে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন তাঁরা। পথে বসেই বিক্ষোভ দেখাতে দেখা যায় তাঁদের। অন্নপূর্ণ দেবী জানালেন, সবকিছু দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে জানাবেন তাঁরা।
অন্যদিকে বেলা বাড়তেই আবার সন্দেশখালির উদ্দেশে যেতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। কিন্তু, সরবেড়িয়াতে তাঁরও পথ আটকায় পুলিশ। অন্যদিকে সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিয়েছে জাতীয় তফসিলি কমিশন। রাষ্ট্রপতি শাসনেরও সুপারিশ করা হয়েছে।