Weather Update: বড়দিনে কি জাঁকিয়ে শীত? নাকি আরও চড়বে পারদ?
Soumya Saha |
Dec 19, 2022 | 5:51 PM
Weather Forecast: মাঝ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই অর্থে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। দিন কয়েক আগে কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এলেও আবার তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে।
1 / 6
মাঝ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই অর্থে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। দিন কয়েক আগে কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এলেও আবার তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে।
2 / 6
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ... কোথাও তাপমাত্রার খুব বেশি হেরফের দেখা যাবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে আগামী পাঁচ দিন নতুন করে কোনও পারা পতনের সম্ভাবনা নেই।
3 / 6
কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে আগামী পাঁচদিন। জেলাগুলির ক্ষেত্রেও এখন যেমন চলছে, তেমনই থাকবে।
4 / 6
মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর - এই তিন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আস্তারণ দেখা যেতে পারে।
5 / 6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
6 / 6
বড়দিনের মরশুমেও খুব বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনাও থাকছে। ২৩ ডিসেম্বরের পর থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।