Weather Update: বড়দিনে কি জাঁকিয়ে শীত? নাকি আরও চড়বে পারদ?

Soumya Saha |

Dec 19, 2022 | 5:51 PM

Weather Forecast: মাঝ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই অর্থে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। দিন কয়েক আগে কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এলেও আবার তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে।

1 / 6
মাঝ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই অর্থে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। দিন কয়েক আগে কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এলেও আবার তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে।

মাঝ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই অর্থে জাঁকিয়ে শীত এখনও পড়েনি। দিন কয়েক আগে কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এলেও আবার তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে।

2 / 6
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ... কোথাও তাপমাত্রার খুব বেশি হেরফের দেখা যাবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে আগামী পাঁচ দিন নতুন করে কোনও পারা পতনের সম্ভাবনা নেই।

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ... কোথাও তাপমাত্রার খুব বেশি হেরফের দেখা যাবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে আগামী পাঁচ দিন নতুন করে কোনও পারা পতনের সম্ভাবনা নেই।

3 / 6
কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে আগামী পাঁচদিন। জেলাগুলির ক্ষেত্রেও এখন যেমন চলছে, তেমনই থাকবে।

কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে আগামী পাঁচদিন। জেলাগুলির ক্ষেত্রেও এখন যেমন চলছে, তেমনই থাকবে।

4 / 6
মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর - এই তিন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আস্তারণ দেখা যেতে পারে।

মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর - এই তিন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আস্তারণ দেখা যেতে পারে।

5 / 6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

6 / 6
বড়দিনের মরশুমেও খুব বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনাও থাকছে। ২৩ ডিসেম্বরের পর থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বড়দিনের মরশুমেও খুব বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বরং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনাও থাকছে। ২৩ ডিসেম্বরের পর থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Next Photo Gallery