Kolkata Weather Forecast: ঘন কুয়াশায় ঢাকা শীতের সকাল, বঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টিও

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 16, 2023 | 9:06 AM

Weather Update: বাতাসে জলীয় বাস্পের উপস্থিতি বেড়ে গিয়েছে অনেকটাই। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Kolkata Weather Forecast: ঘন কুয়াশায় ঢাকা শীতের সকাল, বঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টিও
শিলিগুড়িতে ঘন কুয়াশা

Follow Us

কলকাতা: মকর সংক্রান্তি থেকেই দক্ষিণবঙ্গে উধাও হয়েছে শীতের প্রকোপ। শীতের কনকনে অনুভূতি অনেকটাই উধাও হয়েছে। তাপমাত্রাও বেড়েছে স্বাভাবিকের থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে উচ্চচাপ বলয়ের জোড়া ফলায় চড়াচ্ছে তাপমাত্রার পারদ। এর জেরে ক্রমশ দুর্বল হচ্ছে উত্তুরে হাওয়া। যার জেরে কমেছে শীত। তবে গত দুদিনে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এর জেরে রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সোমবার সকাল ঢেকেছে ঘন কুয়াশায়। পারদ ঊর্ধবমুখী হলেও ঠান্ডার আমেজ আগামী কয়েক দিনে বজায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তবে বাতাসে জলীয় বাস্পের উপস্থিতি বেড়ে গিয়েছে অনেকটাই। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে পাহাড়েও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলীয় বাস্প এক ধাক্কায় কলকাতার তাপমাত্রাকে বাড়িয়ে দিয়েছে। মকর সংক্রান্তিতেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সোমবারও সেই ধারা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

সোমবার সকালে ঘন কুয়াশায় ঢেকেছে গোটা ডুয়ার্স। কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রেললাইন, জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক। সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। এর জেরে জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীরা। ঘন কুয়াশার জেরে যানচলাচল ব্যাহত হয়েছে ডুয়ার্স ডুড়েই। সকাল ৮টা বেজে গেলেও লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। একই অবস্থা শিলিগুড়িতেও। ঘন কুয়াশা দুর্ঘটনার আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তা রুখতে সতর্ক প্রশাসন।

বঙ্গে শীতের দাপটে কিছুটা বাধার সৃষ্টি হলেও উত্তর ভারতে ফের জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে ফের শৈত্যপ্রবাহ শুরু হবে দিল্লি-সহ উতত্র ভারতের রাজ্যগুলিতে। এর জেরে তাপমাত্রা ফের হিমাঙ্কের কাছাকাছি নেমে আসার আশঙ্কা করা হয়েছে।

Next Article