Weather Forecast: বসন্তে ফুল নয়, ছাতা রাখুন হাতে… নইলে যখন তখন ভিজতে হতে পারে

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 12, 2024 | 12:27 PM

Weather Forecast: বুধবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়।

Follow Us

কলকাতা: মার্চের দ্বিতীয় সপ্তাহ। ভরা বসন্ত। তারপরও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে এখনও। রাতের দিকেও একই অবস্থা। মঙ্গলবার সকালে আবার কুয়াশাতেও ঢেকেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা। সকলেরই একই প্রশ্ন, আবহাওয়ায় হল কী? বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সতর্কতা।

হাওয়া অফিস বলছে, আগামী দু’ তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছতে পারে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়া, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে।

আর তাতেই বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ,শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

শনিবার ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে আপাতত তাপমাত্রা বাড়বে। সোমবার রাতে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩২ থেকে ৯৩ শতাংশ।

কলকাতা: মার্চের দ্বিতীয় সপ্তাহ। ভরা বসন্ত। তারপরও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে এখনও। রাতের দিকেও একই অবস্থা। মঙ্গলবার সকালে আবার কুয়াশাতেও ঢেকেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা। সকলেরই একই প্রশ্ন, আবহাওয়ায় হল কী? বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সতর্কতা।

হাওয়া অফিস বলছে, আগামী দু’ তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছতে পারে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়া, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে।

আর তাতেই বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ,শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

শনিবার ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে আপাতত তাপমাত্রা বাড়বে। সোমবার রাতে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩২ থেকে ৯৩ শতাংশ।

Next Article