Today Weather Update: সরস্বতী পুজোর আগে ফিরবে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল হাওয়া অফিস

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 07, 2024 | 9:02 AM

Today Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ।

Today Weather Update: সরস্বতী পুজোর আগে ফিরবে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল হাওয়া অফিস
কলকাতার আবহাওয়া
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের দফারফা আগেই হয়েছে। বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা। তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু ততদিন শীত আদৌ থেকে যাবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদিও, আলিপুর আবহাওয়া অফিস আবার বলছে ভিন্ন কথা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। দিনের বেলায় তাপমাত্রা  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।

তবে শীত থাকুর আর না থাকুক ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত কলকাতা সহ বিভিন্ন জেলায়। বেলা বাড়লেও কোথাও কোথাও কাটেনি কুয়াশার মায়াজাল। বুধবারও সেই একই ছবি দেখা গেল। ভোরবেলা থেকে আকাশ ছেড়ে রয়েছে কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্য উঠলেও ততটা  দাপট কমেনি কুয়াশার। তবে কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

 

Next Article