কলকাতা: মঙ্গলবারের পর বুধবারও অ্যাকশন মোডে ইডি। সূত্রের খবর, রাঁচির একটি আর্থিক তছরুপ মামলায় এই তল্লাশি। মুদিয়ালিতে যোগেশ আগরওয়াল নামক এক ব্যবসায়ী বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। একজন মহিলা সহ মোট ইডির তিনজন আধিকারিক রয়েছেন।
এ দিন শুধু ওই ব্যবসায়ীর বাড়ি নয়, এর পাশাপাশি বিধান সরণীতে অবস্থিতি তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডির আরও একটি দল। সূত্রের খবর, রিয়েলএস্টেট, ফিইন্যান্স এবং মোটর প্রশিক্ষণ স্কুলের ব্যবসা আছে আগরওয়ালদের। মোটর ট্রেনিং কোম্পানিটির নাম ‘লালা ভগবানদাস মোটর ট্রেনিং স্কুল’ এই কোম্পানিগুলির ডিরেক্টর যোগেশ আগরওয়াল এবং অনিশা আগরওয়াল।
এই মোটর ট্রেনিং স্কুলটিতে প্রায় এক ঘণ্টার উপর ধরে তল্লাশি চালান গোয়েন্দারা। ঘেঁটে দেখেন বিভিন্ন নথিপত্র। সেখানে যে সকল কর্মচারিরা রয়েছেন তাঁদের সঙ্গেও কথা বলেন তাঁরা। সূত্রের খবর, তদন্তকারীরা মূলত জানতে চাইছেন ভিনরাজ্য়ের মামলা হলেও এই রাজ্যের ব্যবসায়ীর নাম কীভাবে জড়াল? এই মোটর ট্রেনিং স্কুলের আড়ালে কি কোনও আর্থিক দুর্নীতি হয়েছে? আদৌ যোগেশ আগরওয়াল যুক্ত কি না তা খতিয়ে দেখতেই ইডির তদন্তকারী আধিকারিকরা এ দিন পৌঁছেছেন এই অফিসে।