কলকাতা: দুর্গাপুজোর মধ্যেই দুশ্চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। দীঘা থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে এবং পারাদ্বীপ থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী ১২ ঘণ্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে নবমী থেকেই শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবার সেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এর জেরে কলকাতাও ভিজতে পারে হালকা বৃষ্টিতে। তবে উৎসব পণ্ড করার মতো বৃষ্টি কলকাতায় হবে না বলেই আশা হাওয়া অফিসের।
এ বছরের দুর্গাপুজোর শুরুর দিনগুলিতে আবহাওয়া ছিল মনোরম। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নবমী এবং দশমী বৃষ্টিভেজার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ১২ ঘণ্টা পর গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং বাঁক নিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। আগামী তিন দিন এর অভিমুখ থাকবে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। সবশেষে এটি বাংলাদেশে উপকূলেই আছড়ে পড়বে।
এর ফলে আগামীকাল উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও বাকি জেলাতে বৃষ্টি সম্ভাবনা নেই বলে আশ্বাস আলিপুর আবহাওয়া দফতরের। নবমীর পাশাপাশি বিজয়া দশমীতেও দুই পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কবার্তা হাওয়া অফিসের। তবে ঝড়ের গতি প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ কিমির মধ্যেই থাকবে। ২৪ এবং ২৫ অক্টোবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গিয়েছেন তাঁদের ২৩ অক্টোবরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে দশমীতে ছিঁটেফোটা বৃষ্টি হতে পারে। তবে ২৫ তারিখ থেকেই আকাশ পরিষ্কার হতে থাকবে। এবং কার্নিভ্যালের দিন আকাশ পরিচ্ছন্ন থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।