কলকাতা: দুর্গাপুজোর আনন্দোৎসবে মাতোয়ারা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মহাষ্টমীর সকালে এই জনপ্রিয় জুটি পৌঁছে গিয়েছিলেন লেক কালীবাড়িতে। সঙ্গে ছিল বৈশাখীর মেয়ে মহুল। মহাষ্টমীর অঞ্জলি দিতে নির্জলা উপোস করেছেন বলে জানিয়েছেন বৈশাখী। শোভনও উপোস করেছেন বলে জানিয়েছেন। তবে শরীরকে সুস্থ রাখতে রোজকার ওষুধ তাঁকে খেতে হয়েছে পুজোর দিনেও। লেক কালীবাড়ির দুর্গাপুজো মণ্ডপে ভক্তিভরে অঞ্জলি দিয়েছেন তাঁরা। ছোট থেকেই কয়েকটি পুজোর সঙ্গে নিজের সেন্টিমেন্টের কথা শোনা গিয়েছে বৈশাখীর গলায়। তার মধ্যে রয়েছে লেক কালীবাড়িও।
অতীতে বহুবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে থেকেছে শোভন-বৈশাখীর পোশাক। তাঁদের ম্যাচিং করা পোশাক প্রায়শই নজর কাড়ে নেটিজেনদের। দুর্গাপুজোর অষ্টমীতেও তার অন্যথা হয়নি। চিরাচরিত লালপাড় শাড়ি পরেছিলেন বৈশাখী এবং শোভন পরেছিলেন পাঞ্জাবি। তাঁদের মেয়ে মহুলও পরেন লাল রঙের শাড়ি। তবে শোভনের পাঞ্জাবির বোতামের নক্সা নজর কেড়েছে। এ বিষয়ে বৈশাখী বলেছেন, “এই পুরো ডিজাইনটা আমার দেওয়া। আমার মা এই কাপড়টা কিনেছিল। অষ্টমীর কথা মাথায় রেখেই এটা বানানো।” নিজের মেয়ের শাড়িও তাঁরই পছন্দ বলে জানিয়েছেন বৈশাখী।
শোভন-বৈশাখী-মেহুলের পোশাকের রঙের মিল নজর কাড়তে বাধ্য। অতীতে শোভন আর বৈশাখীর পোশাকের মিল নিয়ে চর্চা হয়েছে বিস্তর। সেই প্রসঙ্গও এ দিন উল্লেখ করেছেন বৈশাখী। মজার ছলে বলেছেন, “আমার এবং শোভনের পোশাকের মিলই সবাই দেখতে পায়। আমার বৃহত্তর পরিবার কিন্তু একই রঙে আছে। রংমিলান্তি শুধু শোভন-বৈশাখীর হয় না। গোটা পরিবারের হয়। আমাদের পরিবারের সকলের রং এক।”