Bengal BJP: দেবীপক্ষেই বহিষ্কৃত BJP-র একাধিক নেতা, সেদিন ফাঁকা আওয়াজ দেননি সুকান্ত

Anjan Roy | Edited By: Soumya Saha

Oct 22, 2023 | 11:14 AM

Bengal BJP: কিছুদিন আগেই বীরভূম জেলার বিজেপির কিছু নেতা-কর্মী বঙ্গ বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই ঘটনায় জড়িত নেতা-কর্মীদের এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিজেপি। এখনও পর্যন্ত চার জনের কাছে এই বহিষ্কারের চিঠি গিয়েছে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।

Bengal BJP: দেবীপক্ষেই বহিষ্কৃত BJP-র একাধিক নেতা, সেদিন ফাঁকা আওয়াজ দেননি সুকান্ত
সুকান্ত মজুমদার
Image Credit source: Facebook and PTI

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের মুখে দল বিরোধী কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বঙ্গ বিজেপির। দেবীপক্ষেই বিজেপি থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত হলেন বিজেপির একাধিক নেতা-কর্মী। কিছুদিন আগেই বীরভূম জেলার বিজেপির কিছু নেতা-কর্মী বঙ্গ বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই ঘটনায় জড়িত নেতা-কর্মীদের এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিজেপি। এখনও পর্যন্ত চার জনের কাছে এই বহিষ্কারের চিঠি গিয়েছে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। প্রকাশ্যে এমন দলবিরোধী মন্তব্য যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা বুঝিয়ে দিল রাজ্য নেতৃত্ব। দলীয় শৃঙ্খলা ভাঙা ও দল বিরোধী কাজের অভিযোগে বঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি ওই এই চার নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই চারজনই বীরভূম জেলার।

পর পর দু’দিন বিজেপির অফিসের সামনে বিক্ষোভ চলেছিল। প্রথমে সল্টলেকের অফিসের সামনে। তারপর লকাতায় মুরলিধর সেন লেনে রাজ্য অফিসের সামনে। বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই বীরভূম জেলার একাংশের কর্মী-সমর্থকরা। সেই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে। বিশেষ করে লোকসভা ভোটের মুখে যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করার কথা বিজেপির, তখন এই ঘরোয়া কোন্দল বিজেপিকে কাঁটার মতো বিঁধছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তবে বঙ্গ বিজেপি যে এমন কোনও কড়া পদক্ষেপ করতে পারে, সেই আভাস মুরলিধর সেন লেনের অফিসের বাইরে বিক্ষোভের দিন। সেই রাতেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, দল এই ধরনের কাজকর্ম মোটেই বরদাস্ত করবে না। জানিয়েছিলেন, ঘটনায় কারা কারা জড়িত তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বলেছিলেন, প্রয়োজনে দল থেকে বহিষ্কারও করা হতে পারে। এবার শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Next Article