কলকাতা: বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। সারা বছর হয় নিম্নচাপ নয়ত ঘূর্ণিঝড় সহ্য করতে হয়েছে বাঙালিকে। কিন্তু শীত প্রেমীরা ভেবেছিলেন এবার হয়ত নিস্তার মিলবে। কিন্ত না! ফের বাধা সেই নিম্নচাপ। যা রীতিমতো শীতের চরিত্র খারাপ করে ছাড়ছে। ডিসেম্বরেও ঠান্ডার আমেজ পাচ্ছে না বাঙালি। শুধু কি তাই! বড়দিনেও নেই শীতের দেখা। এবার কি তোলা থাকবে সোয়েটার-কম্পল? প্রশ্নই শীতপ্রেমীদের মনে। আবহাওয়া অফিস বলছে, দশ বছরে উষ্ণতম বড়দিন কলকাতায়। আজ ছিঁটেফোটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
এর আগে ২০১৫ সালে এমন ‘উষ্ণ’ ডিসেম্বর দেখেছিল বাংলা। সেই বছর কলকাতার তাপমাত্রা ২৫ ডিসেম্বর ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেই বছরের রেকর্ড ভাঙল ২০২৪। আজ অর্থাৎ ২০২৪-এর ২৫ ডিসেম্বর তাপমাত্রা পৌঁছল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, সব থেকে ঠান্ডা বড়দিন ছিল ২০১৮ সালে। সে দিন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
কেন এই হাল?
এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। শীতের পথে কাঁটা হয়েছে চলেছে সে। দশ দিন ধরে সাগরে রয়েছে নিম্নচাপটি। এখনও সেখানেই রয়েছে। এর প্রভাবে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। এ দিনও আকাশ মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে। অর্থাৎ শীতের মতো চরিত্র একেবারেই নয়। মেঘ ঢোকাচ্ছে নিয়মিত। আরও একটি কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরেও ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত বাঙালি।