Weather Update: হাড়কাঁপানো শীতের মাঝেই আবহাওয়া দফতরের নতুন ‘ওয়ার্নিং’, রাস্তায় বেরনোর আগে সাবধান

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 23, 2024 | 5:09 PM

Winter Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে অনেকটাই। সোমবার সেই তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছিল, মঙ্গলবার সেই তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে যায়। দমদমের তাপমাত্রা ছিল থেকে বাঁকুড়ার থেকেও কম। তবে মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।

Weather Update: হাড়কাঁপানো শীতের মাঝেই আবহাওয়া দফতরের নতুন ওয়ার্নিং, রাস্তায় বেরনোর আগে সাবধান
কী বলছে হাওয়া অফিস?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: পৌষে সেভাবে শীত অনুভব করতে পারেনি বঙ্গবাসী। কিন্তু মাঘ পড়তে না পড়তেই কামড় বসিয়েছে শীত। তাপমাত্রা প্রায় প্রতিদিন একটু একটু নামছে। ভোরের দিকে তো হাড় কেঁপে যাওয়ার অবস্থা। সোমবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সেই তাপমাত্রা আরও নেমে গিয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা আজ ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। কয়েকদিন আগেও হালকা সোয়েটার পরে বাইরে বেরলে তেমন কোনও অসুবিধা হচ্ছিল না। তবে এবার ভারী সোয়েটার পরার দিন। এরই মধ্যে আরও এক নতুন আপডেট দিচ্ছে হাওয়া অফিস।

এবার আবহাওয়ায় আসছে বদল। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে অনেকটা জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। তার জেরে হবে বৃষ্টি। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের পাশাপাশি বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুই মেদিনীপুর। এছাড়া দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আগামী ২৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুয়াশা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গে সব জেলাতেই কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে দার্জিলিং-এ হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।