আসছে বৃষ্টি! কলকাতা-সহ এই জেলাগুলিতে সুখবর

Apr 18, 2021 | 8:59 AM

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতরের (Weather Update)।

আসছে বৃষ্টি! কলকাতা-সহ এই জেলাগুলিতে সুখবর
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতরের (Weather Update)।

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। কলকাতায় সাধারণত রবিবার মেঘলা আকাশ। বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

বেশ কিছুদিন ধরেই গরমে পুড়ছে বাংলা। গলদঘর্ম অবস্থা কলকাতারও। নতুন বছরে খানিকটা স্বস্তির বার্তা শুনিয়েছিল বটে কলকাতার হাওয়া অফিস। তবে সেই বৃষ্টিতে মন ভরেনি। শনিবার বিকালে পর বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে খানিক বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: ভোট মিটতেই শুরু বেপরোয়া বোমাবাজি, সিআরপিএফকে ঘিরে বিক্ষোভ

আবহাওয়াবিদরা বলছেন, রেকর্ড গরমের সাক্ষী থাকবে কলকাতা। মার্চ, এপ্রিল থেকেই তার আভাস মিলেছে। গরম বাড়বে উত্তরোত্তর। ২০০৪ ও ২০১০ সালে এ হেন রেকর্ড গরমের সাক্ষী থেকেছে দেশ। এবারও সেই ভয়াবহ অভিজ্ঞতা ফিরতে চলেছে।

Next Article