কলকাতা: কখনও রোদ। কখনও বৃষ্টি। আপাতত এই রকমই পরিস্থিতি চলছে। জানা যাচ্ছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সাগরে সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে খবর। তার জেরে বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহবিদরা। তবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্ন চাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। ফলত, একুশে জুলাই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, একুশে জুলাই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে।আগামী শুক্রবার থেকে উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অপরদিকে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায়। তার মধ্যে রয়েছে দার্জিলিং,কালিম্পং ও জলপাইগুড়ি। সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ।