Cyclone: ঘূর্ণিঝড় এলে এবারও বাংলা কি তছনছ হবে? উত্তর দিয়ে দিল মৌসম ভবন

Kaamalesh Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

May 16, 2024 | 10:15 PM

Cyclone: বাংলার গায়ে আঁচ লাগবে কি? মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোতে পারে নিম্নচাপ। শেষমেশ এই অভিমুখে এগোলে মায়ানমার বা লাগোয়া বাংলাদেশে যাওয়ার কথা শক্তিশালী নিম্নচাপের।

Cyclone: ঘূর্ণিঝড় এলে এবারও বাংলা কি তছনছ হবে? উত্তর দিয়ে দিল মৌসম ভবন
সাইক্লোনে কি আবারও তছনছ হবে মে?

Follow Us

ধন্যি মে! মাসটা পড়লেই ধুকপুকুনি বেড়ে যায় বাংলার। ১৫ বছর আগে ২৫ মে তছনছ করে দিয়েছিল ঘূর্ণিঝড় আয়লা। তার পর ১০ বছরের বিরতি। ২০১৯ সালের মে মাসে ওড়িশা হয়ে বাংলার অন্দরে ঢোকে ঘূর্ণিঝড় ফণী। পরের বছর ঘূর্ণিঝড় আমপান, তার পরের বছরই ঘূর্ণিঝড় ইয়াস, অল্প সময়ে বারবার ধাক্কা লেগেছে বাংলার গায়ে। প্রাণহানি, সঙ্গে সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি। মে মাস এলেই তাই সাগর-সন্ত্রাসের ভয়!

ভয় কি এবারও? গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘূর্ণিঝড় নিয়ে জোর জল্পনা। সত্যিই কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে? বাংলার গায়েও কি ঝাপ্টা লাগতে পারে ঘূর্ণিঝড়ের? বৃহস্পতিবার ১৬ মে মৌসম ভবন যা ইঙ্গিত দিয়েছে, তাতে স্বস্তিতেই থাকতে পারে বাংলা।

কী বলল মৌসম ভবন?

দু’সপ্তাহের আউটলুকে আবহবিদরা জানিয়েছেন, একটি নয়, বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ২২ মে নাগাদ আরব সাগরে, ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপের শক্তি বাড়ানোর জন্য অনেকগুলি শর্তপূরণ হতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। যেমন, বঙ্গোপসাগরের গরম জল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত ৫০ মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের জ্বালানি। সুতরাং, নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়ানোর সম্ভাবনা। ২৪ মের পর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। পরে নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অন্দরের খবর, ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও, আমপান বা ইয়াসের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই।

এ বার দ্বিতীয় জল্পনা! বাংলার গায়ে আঁচ লাগবে কি? মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোতে পারে নিম্নচাপ। শেষমেশ এই অভিমুখে এগোলে মায়ানমার বা লাগোয়া বাংলাদেশে যাওয়ার কথা শক্তিশালী নিম্নচাপের। সেক্ষেত্রে এ যাত্রায় বাংলার ভয় প্রায় নেই বললেই চলে। এ বারের ভোট অনেকটাই সন্ত্রাস-মুক্ত। সাগর-সন্ত্রাসও ‘নেই’-এর খাতায় থাকলে এর চেয়ে ভাল খবর আর কী হতে পারে!

Next Article