Weather Update: শহর জুড়ে হিমেল পরশ কিন্তু তা আর এক দিনের অনুভূতি! ফের বদলাতে চলেছে আবহাওয়া…

Weather Update: আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা হওয়া বাংলায় ঢুকবে, তাই শীত অনুভূত হবে।

Weather Update: শহর জুড়ে হিমেল পরশ কিন্তু তা আর এক দিনের অনুভূতি! ফের বদলাতে চলেছে আবহাওয়া...
কবে থেকে ফের বৃষ্টি? (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 8:58 AM

কলকাতা: ভোরে একটা শিরশিরে ভাব। শহর জুড়ে বেশ একটা হিমেল পরশ। কিন্তু এরই মধ্যে ফের নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা হওয়া বাংলায় ঢুকবে, তাই শীত অনুভূত হবে। তবে বৃহস্পতিবার থেকে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি ১১ অক্টোবর, বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। তাই তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হবে। বাংলার উপকূলবর্তী জেলাগুলো যেমন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। জলীয়বাষ্প বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে।

তবে মঙ্গলবারেও শহর জুড়ে রয়েছে শীতের আমেজ। ফের নামল তাপমাত্রার পারদ। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। প্রধানত পরিষ্কার আকাশ থাকবে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ  উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব মধ্য আরব সাগরের দিকে যাবে। এটি শক্তি বাড়িয়ে  উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং ঘূর্ণাবর্ত রয়েছে মহারাষ্ট্র উপকূলে।

রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে। হালকা কাঁথা গায়ে চাপিয়ে শুতে হচ্ছে। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। এরকম পরিস্থিতি থাকবে আগামী আর এক দিন। দার্জিলিঙে রাতের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে ৭.৯ ডিগ্রি। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল  আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট ও বাড়বে।

আরও পড়ুন: Alapan Bandyopadhyay: মেডিক্যাল কলেজের এক চিকিৎসক খুনের হুমকি চিঠি পাঠিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে! বড় ‘ব্রেক থ্রু’ পুলিশের