কলকাতা: পূর্বাভাস মতোই সাইক্লোন রেমাল-এর দাপটে তছনছ হয়েছে উপকূলবর্তী এলাকা। প্রবল বেগে হাওয়ার পাশাপাশি বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়েছে বিভিন্ন পরিষেবা। থেমে আছে ট্রেন। মেট্রোতেও হয়েছে বিভ্রাট। জায়গায় জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গিয়েছে। রবিবার রাতে নির্দিষ্ট সময় ল্যান্ডফল হওয়ার পর অবিরাম বৃষ্টি শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা শহরে কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল। এই দুর্যোগ থামবে কবে? সোমবার সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
বৃষ্টি নিয়ে যা পূর্বাভাস দেওয়া হয়েছে, একনজরে…
আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার যে লাল সতর্কতা দেওয়া হয়েছিল, তা আজ আর নেই। পাশাপাশি, হলুদ সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, দার্জিলি, কালিম্পং-এ।
মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কমলা সতর্কতা জারি করা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলি ও কালিম্পং-এ। সোমবার দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইছে হাওয়া। একই অবস্থা মঙ্গলবার দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
তবে মঙ্গলবারই রেহাই দেবে না বৃষ্টি। ২৮, ২৯, ৩০, ৩১ মে ও ১ জুন উত্তরের ৫ জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলি ও কালিম্পং-এ হবে একটানা বৃষ্টি। দুই দিনাজপুর ও মালদহে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। অর্থাৎ পরপর কয়েকদিন ধরেই হবে বৃষ্টি।
এদিকে, সোমবার সকাল থেকে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে আছে। পুরসভার তরফে জল বের করার চেষ্টা করা হচ্ছে।