Weather Update: রবিবার ছিল শীতলতম দিন, বড়দিনে আরও ‘বড়’ খেল দেখতে চলেছে বঙ্গবাসী

Kaamalesh Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2024 | 10:04 AM

Weather Update: গতকালের চেয়ে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায়।  রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। সোমবার  তা এক ডিগ্রি বেড়ে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে পৌঁছতে পারে আলিপুরের পারদ। আপাতত দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা নেই।

Weather Update: রবিবার ছিল শীতলতম দিন, বড়দিনে আরও বড় খেল দেখতে চলেছে বঙ্গবাসী
বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা:  রবিবার দিনটা ছিল শীতলতম দিন। জাঁকিয়ে ঠান্ডা অনুভব করেছে বঙ্গবাসী। কিন্তু শীতের পথে আবারও কাঁটা নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে ঠান্ডা কমতে চলেছে বাংলায়। তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন,  সাময়িক ভাবে উত্তুরে হাওয়ার দাপট কমবে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।

গতকালের চেয়ে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায়।  রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। সোমবার  তা এক ডিগ্রি বেড়ে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে পৌঁছতে পারে আলিপুরের পারদ। আপাতত দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা নেই।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিম শুকনো ঠান্ডা বাতাস ঢুকছিল। তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। আর এর প্রভাব চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

মেঘমুক্ত আকাশ যেমন জাঁকিয়ে ঠান্ডা পড়ার ক্ষেত্রে অনুকূল, তেমনিই শীতকালীন সবজির হওয়ার ক্ষেত্রেও। কিন্তু তা হচ্ছে না। ফলে সবজির মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে বলে জানাচ্ছেন কৃষি আধিকারিকেরা। সপ্তাহ ঘুরতেই ‘বড়দিন’, তখনও খুব বেশি ঠান্ডা পড়ার কোনও আশা দেখাচ্ছেন না আবহাওয়াবিদরা। বড়দিনে কনকনে ঠান্ডা তেমনভাবে উপভোগ করতে পারবেন না বঙ্গবাসী।

Next Article