Weather Update: ‘ফাগুন হাওয়া’ নাকি প্যাচপ্যাচে গরম? রঙের উৎসবে কেন থাকবে আবহাওয়া
Weather in Holi: বুধবার দোল পূর্ণিমা, আর বৃহস্পতিবার হোলি। এই দু দিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
কলকাতা : নামেই বসন্ত কাল। মার্চ মাস পড়তে না পড়তেই পারদ পার করে ৩০ ডিগ্রি। তাই ফাল্গুনি পূর্ণিমায় দোল খেলতে নেমেও বসন্তের আমেজ অনুভব করা যাবে না বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দোল এবং হোলিতে (Holi) আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে একই রকম। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। সুতরাং দোল খুব একটা আরামদায়ক নাও হতে পারে!
বুধবার দোল পূর্ণিমা, আর বৃহস্পতিবার হোলি। এই দু দিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। আবহাওয়া মোটের ওপর একই রকম থাকবে। শুধু এই দুদিন নয়, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। ৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে ১১ তারিখের পর থেকে বাড়বে ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিংপং এ হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে, তবে বাকি জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর আপাতত কোনও নিম্নচাপ নেই। বাতাসে নেই জলীয় বাষ্পের উপস্থিতিও। উত্তর-পশ্চিমের গরম, শুষ্ক বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে তাপমাত্রা বেড়েই চলেছে। শীতকে বিদায় জানাতে না জানাতেই যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, তাতে মাস দুয়েকের মধ্যে আবহাওয়া কোন পর্যায়ে পৌঁছবে, তা ভেবেই আতঙ্কিত রাজ্যবাসী।