Weather Update: নতুন করে বুধবার ফের তোলপাড় হবে বাংলা, ভাসবে এই সব জেলা
Weather Latest update: জানা যাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে কাঁথি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে আবার ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের উপর। হাওয়া অফিস বলছে, ১৩ই অগস্ট অন্ধ্র উপকূলে নতুন নিম্নচাপ জন্ম নিচ্ছে।

কলকাতা: আকাশটা দেখুন। শনিবার সকাল থেকেই আকশ পরিষ্কার। তবে কি বৃষ্টি ধরে এল? আর কি বৃষ্টি হবে না? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কী বলছে আবহাওয়া অফিস? ধীরে ধীরে কি তবে বৃষ্টি কমতে শুরু করেছে?
আলিপুর আবহাওয়া হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম থাকবে। তবে এটা ভাবার কোনও কারণ নেই বৃষ্টি একদমই কমে যাবে। রবি-সোম-মঙ্গল বৃষ্টি না হলেও বুধবার অর্থাৎ ১৩ অগস্ট বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এই দিন দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ১৪ই অগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
জানা যাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে কাঁথি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে আবার ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারের উপর। হাওয়া অফিস বলছে, ১৩ই অগস্ট অন্ধ্র উপকূলে নতুন নিম্নচাপ জন্ম নিচ্ছে। যার জেরে ১৩ই অগস্টের পর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রেয়েছে।
হাওয়া অফিস বলছে, ১৩ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,কোচবিহার,আলিপুরদুয়ারে। অর্থাৎ, ১৩ অগস্টের পর উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে খানিক বৃষ্টি ভাঙবে।

