Weather Update: ভরদুপুরে ভারী বৃষ্টি শহরে, সঙ্গে বজ্রপাত, কোথায় অবস্থান ঘূর্ণাবর্তের?

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 02, 2023 | 2:09 PM

Weather Update: শনিবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা আর রবিবার ও সোমবার বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

Weather Update: ভরদুপুরে ভারী বৃষ্টি শহরে, সঙ্গে বজ্রপাত, কোথায় অবস্থান ঘূর্ণাবর্তের?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আর শনিবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। ভারী বৃষ্টিতে ভেজে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সঙ্গে বজ্রপাতও হয় বেশ কিছু জায়গায়। তবে বৃষ্টি হলেও তা গরমের চোটে তেমন উপভোগ করতে পারছেন না শহরবাসী। আবহাওয়াবিদরা অবশ্য বলছেন, এটা নিছকই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা ২৪ ঘণ্টার মধ্যেই কমতে শুরু করবে বলেও জানানো হয়েছে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, সোমবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এখনও। শনিবার দুপুরের বৃষ্টিতে জলমগ্নও হয়ে গিয়েছে বেশ কিছু জায়গা।

শনিবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা আর রবিবার ও সোমবার বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এটি। সোমবার নাগাদ তৈরি হবে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগেও রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা যেটি হিমালয়ের পাদদেশ অবস্থান করছে, সেটি শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে বলে জানা গিয়েছে।

শনিবার তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকার কথা। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদহ, দুই দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বৃষ্টি আরও বাড়তে পারে।

Next Article