Weather Update: টানা বৃষ্টিতে ভাসছে ধূপগুড়ি থেকে বালুরঘাট, শীঘ্রই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

Weather Update: আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে। শনিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মালদহ, উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গা জলমগ্ন।

Weather Update: টানা বৃষ্টিতে ভাসছে ধূপগুড়ি থেকে বালুরঘাট, শীঘ্রই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত
উত্তরবঙ্গে একাধিক জেলার ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 24, 2023 | 10:10 AM

কলকাতা: গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি দেখা গিয়েছে। তবে রবিবার সকাল থেকে বদল এসেছে দক্ষিণের আবহাওয়ায়। সকালে রোদের মুখ দেখেছে কলকাতাবাসী। আর ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। শনিবার রাত থেকেই উত্তরের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। মালদহ, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি চলছে। সোমবার থেকে বৃষ্টির কিছু পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শুক্রবার ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ দিনাজপুরের যে সব রাস্তা খারাপ, সেখান দিয়ে যাতায়াত করতে ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল নামতেও অনেক দেরী হচ্ছে। ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়েও চলছে মুষলধারে বৃষ্টি। পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। এদিকে, মালদহে সার রাত ধরে চলেছে বৃষ্টি। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল জমেছে। নেতাজি মার্কেটে, চিত্তরঞ্জন মার্কেট সম্পূর্ণ জলমগ্ন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও জমেছে জল। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে ক্রমশ। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা স্পষ্ট করেনি আবহাওয়া দফতর।