Weather Update: আর ১ ঘণ্টা! তারপরই তেড়ে নামবে বৃষ্টি এই সব জেলায়

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2025 | 6:57 PM

Latest Weather Update: কিন্তু মৌসম ভবন সূত্রে এও জানা গিয়েছে, এপ্রিলের শুরুতে বৃষ্টি হলেও, মে-জুনে গরম যে পিছু ছাড়বে না তা বলাই যায়। তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। বেশি তাপপ্রবাহ হবে পশ্চিমাঞ্চলে। বৃষ্টিও কম হবে।

Weather Update: আর ১ ঘণ্টা! তারপরই তেড়ে নামবে বৃষ্টি এই সব জেলায়
আসছে বৃষ্টি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বুধবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। চড়া গরম থেকে মুক্তি মিলবে বলে সাময়িক আশ্বাস দেওয়া হয় হাওয়া অফিসের তরফে। সেই পূর্বাভাস গেল মিলে আর কিছুক্ষণের মধ্যেই ঝড়-বৃষ্টি হবে রাজ্যে। হতে পারে শিলাবৃষ্টিও।

কোথায়-কোথায় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হতে পারে। এক থেকে দু’ঘণ্টার মধ্যেই সেই বৃষ্টি হবে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। তবে শুধু এই জেলাগুলি নয়, বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে রাজ্যের আরও একাধিক জায়গায়।

বৃহস্পতিবার–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার–দক্ষিণের পনেরোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কিন্তু মৌসম ভবন সূত্রে এও জানা গিয়েছে, এপ্রিলের শুরুতে বৃষ্টি হলেও, মে-জুনে গরম যে পিছু ছাড়বে না তা বলাই যায়। তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। বেশি তাপপ্রবাহ হবে পশ্চিমাঞ্চলে। বৃষ্টিও কম হবে। অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টি হলেও, বাকি মাস যে শুকনো থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না।