কলকাতা: ‘হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে।’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে একথা বলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্যকে সমর্থন করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে দিলীপ বললেন, “হিন্দুরাও একদিন বলবে, নো ভোট টু টিএমসি।”
আর বছরখানেকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে। একদিকে শাসকদল তৃণমূল নিশানা করছে বিজেপিকে। জবাব দিচ্ছে বিরোধী দলও। ইদের দিন রেড রোড থেকে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে, সেই ধর্ম আমি মানি না।”
তাঁর মন্তব্যের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, “যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে।”
শুভেন্দুর এই মন্তব্য নিয়েই এদিন দিলীপ বলেন, “মুসলিম অধ্যুষিত একটা বুথে তৃণমূল ৯০০ ভোট পায়। আমরা ৯টা পাই। ঘোষিত-অঘোষিত হয়েছে। সিপিএম এখানে স্লোগান দেয়, নো ভোট টু বিজেপি। কার স্বার্থে? আজ যদি এধরনের হিন্দু ধর্ম বিরোধী পার্টি, যে প্রকাশ্যে হিন্দুদের ক্ষতি করছে, গালিগালাজ করে, তাকে যদি হিন্দুরা বয়কট করে, সেই অধিকার রয়েছে। হিন্দুরাও একদিন বলবে, নো ভোট টু টিএমসি।” অন্যদিকে, শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা মদন মিত্র।