Weather Update: বর্ষাকে লেজে খেলাচ্ছে নিম্নচাপ! সপ্তাহের শুরুতেই বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

Kaamalesh Chowdhury | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 26, 2024 | 8:59 AM

Weather Forecast: বিগত দিনকয়েক ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায়। সেই প্রভাব এখনও বর্তমান। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজও।

Weather Update: বর্ষাকে লেজে খেলাচ্ছে নিম্নচাপ! সপ্তাহের শুরুতেই বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
জলমগ্ন কলকাতা।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বর্ষা যেন বিদায়ই নিতে চাইছে না। রবিবার রাতভর বৃষ্টিতে ভাসল শহর কলকাতা ও সংলগ্ন এলাকা। সপ্তাহের শুরুতেও নিস্তার নেই বৃষ্টির ভ্রূকুটি থেকে। নিম্নচাপের জেরে আজ, সোমবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উপরে তৈরি নিম্নচাপের জেরে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিগত দিনকয়েক ধরেই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায়। সেই প্রভাব এখনও বর্তমান। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজও। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের অবস্থান-

জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের উপর রয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গ হয়ে আগামী ২ দিনে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। সেই অনুযায়ী বৃষ্টিও কমবে।

এই খবরটিও পড়ুন

এদিকে, বৃষ্টি শুরু হতেই বাড়ছে প্লাবনের আশঙ্কা। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডিভিসিও জল ছাড়ছে। এখনও ৩৬ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এরপর বেশি বৃষ্টি হলে হাওড়া, হুগলির কিছু এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article