কলকাতা: এক টানা গত তিন চার দিন ধরে একেবারে ঘ্যানঘ্যানে ওয়েদার। মেঘলা স্যাঁতস্যাঁতে আকাশ, কুয়াশায় ঢাকা চারদিক, রোদের মুখ দেখা যাচ্ছে না। চলতি কথায়, একেবারে ‘ভাল্ল লাগে না’ ওয়েদার! কিন্তু এই পরিস্থিতি কতদিন চলবে? আবহাওয়াবিদরা দিচ্ছেন সুখবর। শনিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। আবহাওয়ার উন্নতি হতে পারে বেশ কয়েক জায়গায়। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায়।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪-৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে।
শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে কুয়াশার দাপট। এতটাই কুয়াশা যে ট্রেনও চলেছে দেরিতে, বিমান উড়েছে অনেক দেরিতে। পরে বেলা হতে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। কুয়াশার দাপট থাকবে বেশি কুয়াশা হবে মালদহ এবং দুই দিনাজপুরে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কুয়াশা সরলে তাপমাত্রাও কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় থাকবে পূবালি হাওয়ার প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়েছিল। তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। এবার ধীরে ধীরে সেটা কেটে যাবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তখন কিছুটা হলেও পারদ নামবে। অর্থাৎ শেষের শীতটা উপভোগ করতে পারবেন শহরবাসী।