কলকাতা: বাংলায় বকেয়ার ইস্যু নিয়ে সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই সেই নিয়ে তির্যক মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, ‘দিল্লিতে অমিতজি ও ধনখড়জির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। কখন প্রেম-প্রীতি, ভালবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারব না।’ শুভেন্দুর এই মন্তব্য নিয়ে শনিবার সকালে কলকাতা বিমানবন্দর চত্বরে প্রশ্ন করা হয়েছিল রাজ্যপাল বোসকে। বিরোধী দলনেতার এই সমালোচনার কী ব্যাখ্যা দিলেন তিনি?
রাজ্যপালের অবশ্য যুক্তি, ‘তিনিও (শুভেন্দুও) ঠিক, আমিও ঠিক। আমি বাংলার মানুষের পক্ষে রয়েছি, এমন নয় যে নির্দিষ্টভাবে সরকারের পক্ষে আছি।’ প্রসঙ্গত শুভেন্দু অধিকারী গতকালের মন্তব্যে এটাই বুঝিয়ে দিতে চেয়েছেন যে, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের কখন কেমন সম্পর্ক থাকে, তা বোঝা কঠিন। আজ সকালে নিজের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কেমন, সে ব্যাখ্যাও দিয়েছেন বোস। রাজ্যপালের কথায়, ‘আমার সঙ্গে সরকারের সম্পর্ক যদি বলতে হয়, তাহলে সরকার যেটা করবে, সেটাকে আমি সমর্থন করব। কিন্তু এটা নয়, যে যা খুশি করবে, সেটাই সমর্থন করব।’
দিল্লি থেকে ফিরে রাজ্যপাল বোস এদিন জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের মধ্যে আলোচনার মাঝে তিনি শুধুই একজন মাধ্যম। সঙ্গে তিনি এও আশ্বস্ত করেছেন, ‘এটা কেবলই শুরু। আগামী দিনে আরও ইতিবাচক বিষয় শোনা যাবে।’
উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারী এও বলেছিলেন, ‘রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলছেন। তাঁর কথাকে কেউ গুরুত্ব দেয় না, ওরা (সরকার পক্ষ) তো দেয় না।’ সঙ্গে শুভেন্দু আরও বলেন, ‘রাজ্যপালকে আমরা বলেছি, আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে। আপনার ক্ষমতা প্রয়োগ করুন।’