Weather Update: রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, মেঘলা আকাশ কলকাতাতেও

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 05, 2022 | 5:17 PM

Alipore Weather Office: আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, মেঘলা আকাশ কলকাতাতেও
কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা : চৈত্রের চাঁদিফাটা রোদ্দুর থেকে কবে রেহাই মিলবে ? এই একটাই প্রশ্ন এখন বাঙালির মনে। বৃষ্টি কি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)? হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায়। আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে নীচের দিকের তিন জেলা – উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। এই তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরে স্বস্তির বৃষ্টি হলেও দক্ষিণের জেলাগুলির জন্য বরুণদেব এখনই তুষ্ট হচ্ছেন না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতপ। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়া কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গরমে নাজেহাল অবস্থা আমজনতার। তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে আকাশ কিছুটা মেঘলা থাকবে। কিন্তু তাতে আশার কিছু নেই। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে আগামী তিন-চার দিন তাপমাত্রাও খুব একটা পরিবর্তন হবে না। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা কম থাকবে। এদিকে মেঘলা থাকার জন্য অস্বস্তি অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। কিন্তু দক্ষিণের জেলাগুলিতে গরমে নাজেহাল অবস্থা। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ কিছু মেঘলা থাকলেও এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মাঝে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০-এর ঘরে পৌঁছে গিয়েছিল। পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। এখন যা অবস্থা, তাতে কলকাতাবাসী অপেক্ষায় রয়েছে, কবে একটু বৃষ্টি নামবে শহরে। কিন্তু আলিপুর আবহাওয়া অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন : CBI in Jhalda Murder Case: ঝালদা কাউন্সিলর খুনে এফআইআর কপি চাইল সিবিআই, বুধেই কেন্দ্রীয় গোয়েন্দারা যাচ্ছেন ঝালদায়

Next Article
Anubrata Mondal: সিবিআই না এসএসকেএম না কালীঘাট? কলকাতার উদ্দেশে ‘কেষ্টর’ রওনায় জোর জল্পনা!
SSC Recruitment Case: এড়ানো গেল না সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেসে পৌঁছলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা