Weather Update: ভরা পৌষেই উবে গেল নাকি শীত? কী বলছে হাওয়া অফিস?

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 23, 2023 | 10:21 AM

Weather Update: আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, বড়দিনের সময় তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে এমন আবহাওয়া দেখা যাবে বলে জানা গিয়েছে।

Weather Update: ভরা পৌষেই উবে গেল নাকি শীত? কী বলছে হাওয়া অফিস?
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: পছন্দের জ্যাকেট কিংবা সোয়েটার গায়ে চাপিয়ে শীতের রাতে পার্ক স্ট্রিটের আলোর মায়ায় হারিয়ে যাওয়াই বড়দিন। তবে এবছর খুব ভারী জ্যাকেট বা সোয়েটার বোধ হয় আর পরতে পারবেন না এবার। গত দু দিনে শীত যেভাবে পিছোতে শুরু করেছে, তাতে হালকা জ্যাকেট পরলেই যথেষ্ট। আগামী সোমবার বড়দিন। সেই সময় তাপমাত্রা আরও বাড়তে পারে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কয়েকদিন আগেই পৌষ মাস পড়েছে। এর মধ্যেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন শীতপ্রেমী বাঙালি। তাপমাত্রা ওঠানামায় স্বাস্থ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।

বড়দিনের আগেই কার্যত কুপোকাত শীত। অনেকটাই বেড়ে গেল রাতের তাপমাত্রা। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বোঝাই যাচ্ছে, একধাক্কায় ঠিক কতটা তাপমাত্রার তফাৎ হয়েছে। ১৪ থেকে ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে জেলার তাপমাত্রাও। শীত চুরি করল কে? হাওয়া অফিস কাঠগড়ায় দাঁড় করাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাকে। সাগরের জলীয় বাষ্প ঢুকতেই কোণঠাসা শীত।

বড়দিনের আগে যে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, সেই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। শুক্রবার থেকেই তা বেশ টের পাচ্ছেন রাজ্যবাসী। সকালের দিকে একটু হিমেল হাওয়ায় হালকা কাঁপুনি দিলেও বেলা বাড়লে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না।

পূর্বাভাস বলছে, তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। অর্থাৎ লেপের ভিতর শীত উপভোগ করার বদলে ঘেমে-নেয়ে যেতেও হতে পারে। সহসা শীত ফেরার আশা কম বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। আসলে শীতের পথ আগলে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। আর এই বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের কারণে হিমেল হাওয়া ভিতরে প্রবেশ করতে পারে না। তার জন্যই বেড়ে যায় তাপমাত্রা।

Next Article