J&k VS West Bengal Security: ‘বাংলার থেকে ঢের ভাল উপত্যকার নিরাপত্তা’, দাবি লেফটেন্যান্ট গভর্নরের, পাল্টা জবাব দিলেন কুণালও

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 23, 2023 | 12:43 PM

J&K Lt Governor: জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের এই মন্তব্যের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "উনি বিজেপির লোক। ওনার দল যা চায়, তাই বলেন। ওনার উচিত আগের রাজ্যপালের সঙ্গে কথা  বলা এবং পুলওয়ামায় কী হয়েছিল, তা জানতে চাওয়া। আর বাংলার নিরাপত্তার কথা বলছেন, কেন্দ্রের রিপোর্টেও বলা হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ দেশের নিরাপদতম স্থান।"

J&k VS West Bengal Security: বাংলার থেকে ঢের ভাল উপত্যকার নিরাপত্তা, দাবি লেফটেন্যান্ট গভর্নরের, পাল্টা জবাব দিলেন কুণালও
কলকাতায় অনুষ্ঠানে উপস্থিত জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর।
Image Credit source: ANI

Follow Us

কলকাতা: বাংলার থেকে উপত্যকার নিরাপত্তা ভাল, এমনটাই দাবি জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার (Manoj Sinha)। জম্মুর পুঞ্চে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা এবং তাতে চার জওয়ানের শহিদ হওয়ার ঘটনার পরই প্রশ্ন উঠেছিল জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সেই প্রশ্নের জবাবেই জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শুক্রবার বলেন, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পশ্চিমবঙ্গের (West Bengal) থেকে ঢের গুণ ভাল। উপত্যকার লেফটেন্যান্ট গভর্নরের এই দাবির পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা মুখ খুলেছে রাজ্যের শাসক দল তৃণমূলও।

শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সেখানেই সাংবাদিকরা তাঁকে জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি বাংলার থেকে ভাল। দয়া করে আমাদের রাজ্যে আসুন, নিজের চোখেই পার্থক্য দেখতে পাবেন।

বিতর্কের আঁচ বুঝতে পেরেই পরে অবশ্য তিনি সাফাই দিয়ে বলেন, “আমার মন্তব্যকে রাজনৈতিকভাবে বিকৃত করবেন না। আমি শুধু বলতে চেয়েছিলাম যে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা বাংলার মতোই ভাল“। পুঞ্চের জঙ্গি হামলা নিয়ে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ধরনের হিংসার নিন্দা করি। আমাদের প্রতিবেশীরাই উপত্যকার শান্তি নষ্ট করতে এইসব করছে। কিন্তু সবই ব্যর্থ হচ্ছে। কাশ্মীরে সন্ত্রাসবাদ প্রায় নির্মূল করে দেওয়া হয়েছে।”

৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর উপত্যকার নিরাপত্তা কতটা ব্য়বস্থা উন্নত হয়েছে, সে প্রসঙ্গেও তিনি বলেন, “৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর ইতিহাস গড়ার পথে হাঁটছে জম্মু-কাশ্মীর। শিল্পের উন্নতির জন্য মজবুত ভিত স্থাপন করা হয়েছে। জম্মু-কাশ্মীরে বিনিয়োগের অত্যন্ত ভাল সিদ্ধান্ত হবে।”

এদিকে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের এই মন্তব্যের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উনি বিজেপির লোক। ওনার দল যা চায়, তাই বলেন। ওনার উচিত আগের রাজ্যপালের সঙ্গে কথা  বলা এবং পুলওয়ামায় কী হয়েছিল, তা জানতে চাওয়া। আর বাংলার নিরাপত্তার কথা বলছেন, কেন্দ্রের রিপোর্টেও বলা হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ দেশের নিরাপদতম স্থান।

অন্যদিকে, বিজেপির মুখপাত্র সমীক ঘোষ বলেন, “জম্মু-কাশ্মীরের রাজ্যপাল যা বলেছেন, ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গে সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে, আদালত আক্রান্ত হচ্ছে, তফশিলি খুন হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।”

Next Article