Railway Cancellation Charge: রেলের টিকিট আপনি বাতিল করতেই পারেন, কিন্তু কত টাকা খসবে জানেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 23, 2023 | 7:45 AM

Indian Railway: আরএসি বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের জন্য যদি ট্রেনের নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হয়, তাহলে সামান্য চার্জ কেটে নিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। তবে নিশ্চিত টিকিট বাতিলের ক্ষেত্রে কিছু টাকা কেটে নেওয়া হয়।

Railway Cancellation Charge: রেলের টিকিট আপনি বাতিল করতেই পারেন, কিন্তু কত টাকা খসবে জানেন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে ট্রেনের টিকিট কাটা যেমন সহজ, বাতিল করাও খুব একটা কঠিন নয়। ঘরে বসেই বাতিল করা যায় রেলের টিকিট। তবে টিকিট বাতিলের জন্য কিছু চার্জ কেটে নেয় রেল কর্তৃপক্ষ। টিকিট বাতিলের সময়ের উপর নির্ভর করে কত টাকা কাটা হবে। এছাড়া কোন কামরার জন্য টিকিট কেটেছেন, তার উপরেও নির্ভর করে বাতিলের চার্জের পরিমাণ। এসি ফার্স্ট নাকি এসি-চেয়ার কার তার উপর ভিত্তি করে চার্জ ঠিক করা হয়।

এসি ফার্স্ট বা এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের জন্য ক্যান্সেলেশন চার্জ হয় ২৪০ টাকা। এসি ২-টায়ার বা ফার্স্ট ক্লাসের জন্য ২০০ টাকা কাটা হয়। এসি থ্রি-টায়ার বা এসি চেয়ার কার, এসি-৩ ইকনমি এবং সেকেন্ড ক্লাসের জন্য ১৮০ টাকা দিতে হবে।

যদি কোনও যাত্রী ট্রেনের নির্ধারিত সময়ের ৪৮ ঘন্টার কম বা ১২ ঘণ্টা আগে একটি নিশ্চিত টিকিট বাতিল করেন তাহলে বাতিল করার চার্জ মোট ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে।

ট্রেনের নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা আগে নিশ্চিত টিকিট বাতিলের ক্ষেত্রে, মোট ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে।

আরএসি বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিলের জন্য যদি ট্রেনের নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হয়, তাহলে সামান্য চার্জ কেটে নিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের প্রথম ৯ মাসে আয় হয়েছে ৪৮ হাজার ৯১৩ কোটি টাকা, এক বছর আগে এই সময়ে আয় ছিল ২৮ হাজার ৫৬৯ কোটি টাকা। অর্থাৎ ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Next Article