কলকাতা: এবার পৌষ-মাঘে শীত যেন লুকোচুরি খেলেছে। ৩-৪ দিন শীত অনুভব হতে না হতেই আবার একটু উষ্ণ আবহাওয়া। এভাবেই শীত প্রায় শেষের পথে। তবে সপ্তাহান্তে মনোরম আবহাওয়া উপভোগ করতে পারেন রাজ্যবাসী। আবার বৃষ্টিও পেতে পারেন শীতের শেষবেলায়। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আপডেট অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পং-এ তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে বলে জানা গিয়েছে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হতে পারে সামান্য বৃষ্টি। সকালে থাকবে কুয়াশা। সোমবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে।
আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। এদিকে, জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, রাজস্থান ও কর্নাটকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে ওড়িশা পর্যন্ত, যা তেলেঙ্গানার ওপর দিয়ে রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৭ জানুয়ারি শনিবার। কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ থাকবে। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৭ থেকে ৯৫ শতাংশ।