Republic Day: ‘জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধানকে রক্ষা করতে হবে’, প্রজাতন্ত্র দিবসে বার্তা অভিষেকের

সৌরভ গুহ | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 26, 2024 | 11:10 AM

Republic Day: প্রসঙ্গত, রেড রোডে সাধারণতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজে অংশগ্রহণ রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক ট্যাবলো। তথ্য ও সংস্কৃতি দফতরের ‘ধর্ম যার যার, উত্‍সব সবার’ ট্যাবলো।

Republic Day: জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধানকে রক্ষা করতে হবে, প্রজাতন্ত্র দিবসে বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সারা দেশে পালিত হচ্ছে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। এদিনের সকালে আবারও দেশ তথা রাজ্যবাসীকে সংবিধানের আক্ষরিক স্মরণ করালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক। লেখেন, “সংবিধান নিছক আইনজীবীদের নথি, দলিল নয়; এটি জীবনের চালিকাশক্তি। আমরা সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি বটে, তবে আমাদের প্রত্যেকের উচিত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধান রক্ষা করে যেতে হবে।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বিজেপিকেই কটাক্ষ করেছেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সব সময়ে সংবিধানের কাঠামো নষ্ট করছে। এদিন অবশ্য কারোর নাম না করেই বিজেপিকেই ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন অভিষেক।


প্রসঙ্গত, রেড রোডে সাধারণতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজে অংশগ্রহণ রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক ট্যাবলো। তথ্য ও সংস্কৃতি দফতরের ‘ধর্ম যার যার, উত্‍সব সবার’ ট্যাবলো। থাকবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ট্যাবলো। কলকাতা পুলিশের ট্যাবলোর বিষয়বস্তু সেফ ‘ড্রাইভ সেফ লাইফ’। রাজ্যের জিআই তকমা পাওয়া ২৭টি পণ্যকে কুচকাওয়াজে তুলে ধরা হবে।

২৬ জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৫০ সালের এই দিনে দেশে সংবিধান লাগু হয়েছিল। এই বছর দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত – লোকতন্ত্রের মাতৃকা’। রাষ্ট্রপতির জাতীয় পতাকা উত্তোলন। তার পরে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দিল্লি-সহ দেশ জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের তিন সেনা বাহিনী, আধাসামরিক বাহিনীর কুচকাওয়াজ  হয়। প্রজাতন্ত্র দিবসের গ্র্যান্ড প্যারেডে প্রধান অতিথি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।

Next Article