কলকাতা: আবার সেই একই গরম। কয়েক দিন আগেই তাপপ্রবাহে জ্বলেছে গোটা বাংলা। তারপর বৃষ্টিতে একটু স্বস্তির নিশ্বাস নিয়েছিল বঙ্গবাসী। আবার সেই ভ্যাবসা গরম। এরই মধ্যে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ মে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে।
শুরুতে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপটি। আর যদি এই গতিপথে যায় তাহলে
গন্তব্য হতে পারে বাংলাদেশ-মায়ানমার। কিন্তু নিম্নচাপ পরে বাঁক নেয় কি না, নজর থাকবে সেই দিকেও। তবে এখনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। তবে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিস্থিতি অনুকূল।
উল্লেখ্য, দু’সপ্তাহের আউটলুকে আবহবিদরা জানিয়েছেন, একটি নয়, বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ২২ মে নাগাদ আরব সাগরে, ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপের শক্তি বাড়ানোর জন্য অনেকগুলি শর্তপূরণ হতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। যেমন, বঙ্গোপসাগরের গরম জল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত ৫০ মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের জ্বালানি। সুতরাং, নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়ানোর সম্ভাবনা। ২৪ মের পর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা।