Monsoon South Bengal: কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কি বর্ষা ঢুকে গেল? সুখবর শোনাচ্ছে হাওয়া অফিস…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 17, 2022 | 6:03 PM

Weather Update: উত্তরবঙ্গে ৩ জুন বর্ষা প্রবেশ করেছিল। ১৭ জুনের মধ্যে গোটা উত্তরবঙ্গেই বর্ষা বৃষ্টি শুরু।

Monsoon South Bengal:  কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কি বর্ষা ঢুকে গেল? সুখবর শোনাচ্ছে হাওয়া অফিস...
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা: অবশেষে স্বস্তির খবর। সপ্তাহখানেক পিছিয়ে হলেও দক্ষিণবঙ্গে (Weather Update) বর্ষা প্রবেশ করতে চলেছে। সব ঠিকঠাক থাকলে শনিবারই আসবে সুখবর। তবে শুক্রবার প্রাক বর্ষার বৃষ্টি চলবে কলকাতা-সহ একাধিক জেলায়। অন্যদিকে এদিনই উত্তরবঙ্গের যেসব জায়গায় বর্ষার আগমন বাকি ছিল, সেখানেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। অর্থাৎ উত্তরবঙ্গে এখন ভরপুর বর্ষা। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতাও। উত্তরবঙ্গে ৩ জুন বর্ষা প্রবেশ করেছিল। ১৭ জুনের মধ্যে গোটা উত্তরবঙ্গেই বর্ষা বৃষ্টি শুরু। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ১৭ জুন অর্থাৎ আজ থেকে ১৯ জুন উত্তরের জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ লাল সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি জায়গার জন্য।

প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। তিস্তা, জলঢাকা, সঙ্কোশ, তোর্সা নদীর জলস্তর বাড়ার পূর্বাভাসও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতি হতে পারে ফুল ও ফসলের।

দক্ষিণবঙ্গে এমনিতেই বর্ষা পিছিয়ে রয়েছে সাতদিন। ১০ জুন সুন্দরবন ঘেঁষে মৌসুমী বায়ু ঢোকে দক্ষিণবঙ্গে। বয়ে আসা সেই মৌসুমী বায়ুই জানান দেয় রাজ্যে বর্ষা এল। ১১ জুন কলকাতায় ঢোকে বর্ষা। কিন্তু এবার সে ছবিতে বদল দেখা গিয়েছে। ১৭ তারিখেও কালো মেঘের গুমর আর বৃষ্টি দেখে হাওয়া অফিসকে বলতে হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, শনিবারের মধ্যেই স্পষ্ট হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বর্ষা ঢুকছে। তবে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।

Next Article