Weather Update: অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা, আগামী ক’দিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Kaamalesh Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2023 | 2:50 PM

Weather Update: গোটা উত্তরবঙ্গেও মুড়ে ফেলেছে মৌসুমি বায়ু। উত্তরের ৩ জেলায় জারি লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা, আগামী কদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
কলকাতায় বৃষ্টি

Follow Us

কলকাতা: অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা হাজির। ৯ দিন দেরিতে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ৬ জেলায়। গোটা উত্তরবঙ্গেও মুড়ে ফেলেছে মৌসুমি বায়ু। উত্তরের ৩ জেলায় জারি লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত কয়েকদিন ধরে যে ভাবে বাংলায় গরমের দাপট বেড়েছিল তাতে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বঙ্গবাসী। সব থেকে বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, আর্দ্রতা। রাস্তায় বেরোলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখে নাকে-মুখে। ফ্যানের নীচে দাঁড়িয়েও দরদরিয়ে ঘেমেছে মানুষ। সকলের মুখেই একটাই প্রশ্ন, আদতে বৃষ্টিটা ঠিক কবে হবে? জুন মাসের মাঝামাঝি পেরিয়ে গেলেও আকাশে বিন্দুমাত্র মেঘের দেখা মিলছিল না। আর যদি মেঘ জমতেও, ছিটেফোঁটা বৃষ্টি অস্বস্তি বাড়িয়েছে আরও। পশ্চিমাঞ্চলগুলিতে তাপপ্রবাহের দাপট।

দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা, তখন উত্তরবঙ্গের ওপরের দিকের এলাকাগুলিতে ঝাপিয়ে  বৃষ্টি। যদিও উত্তরেরই নীচের দিকের জেলা, মালদা, দুই দিনাজপুরেও তখন চোঙ রাঙাচ্ছে তাপপ্রবাহ। এবার গোটা বাংলায় প্রবেশ কাঙ্খিত বর্ষার। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকাল থেকে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।  আগামী কয়েকদিনে এই পরিস্থিতি থাকলে পারদ নিম্নমুখী হবে বইকি!

Next Article