Weather Update: পুজোয় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি বাংলায়, কোন কোন জেলায় বড় বিপর্যয়, দিন ধরে জানিয়ে দিল মৌসম ভবন

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 26, 2024 | 8:38 PM

Weather Update: ৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

Weather Update: পুজোয় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি বাংলায়, কোন কোন জেলায় বড় বিপর্যয়, দিন ধরে জানিয়ে দিল মৌসম ভবন
এবার কি এভাবেই মণ্ডপে যাবে দুর্গতিনাশিনী?
Image Credit source: Sonali Pal Chaudhury/Moment Open/Getty Images

Follow Us

কলকাতা:  জোড়া ঘূর্ণাবর্ত, তার জেরে নিম্নচাপ। বানভাসি বাংলা আরও বড় দুর্যোগের মুখে। টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে, জলস্তর বাড়ছে গ্রামে। কিন্তু এ বৃষ্টি কত দিনের? পুজোর মাত্র আর কয়েকটা দিন, পুজোতে কেমন থাকবে আবহাওয়া?  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা-সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে।  শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

২৮ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ও হালকা মাঝারি বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত। ২৯ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ১ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি।

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, “৩ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে। ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। অর্থাৎ দুর্গাপুজোর সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Next Article