শীতের কাঁপন কলকাতাতেও, তেরোর ঘরে নামল পারদ

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

Jan 18, 2021 | 11:02 AM

আগামী দু'দিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে তাপমাত্রা। তারপর ফের শীতের আমেজ ফিরবে।

Follow Us

কলকাতা: ফের শীতে কাঁপছে বাংলা। তাপমাত্রার (Weather Update) পারদ অনেকটাই নিম্নমুখী। সঙ্গে দোসর উত্তুরে হাওয়া। রবিবারের পর সোমবারও ঠান্ডার ভালই দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার ও বুধবার সামান্য বাড়বে তাপমাত্রা।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ। সকালের দিকে হালকা কুয়াশাও দেখা গিয়েছে মহানগরে। হাওয়া অফিস সূত্রে খবর, প্রতি বছরই নিয়ম করে মকর সংক্রান্তিতে পারদ পতন হয়। পরের চার-পাঁচদিন সেই রেশ থাকে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে তাপমাত্রা। তারপর ফের শীতের আমেজ ফিরবে।

আরও পড়ুন: আজ থেকে পুরনো ছন্দে মেট্রো, লাগবে না ই-পাস

তবে মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতে ফের উত্তুরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। আগামী দু-তিনদিন ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, উত্তর প্রদেশ ও বিহারে। বৃহস্পতিবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। অন্যদিকে মঙ্গলবারই দক্ষিণ ভারত থেকে বিদায় নেওয়ার কথা উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে শীত অনুভূত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা অনেকটাই কমবে। সঙ্গে ঘন কুয়াশার চাদর। উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা। গত সপ্তাহেও যেভাবে শীত পিঠ দেখাতে শুরু করেছিল, মনে হয়েছিল এবার বুঝি সে বিদায়ই নিল। পৌষের শেষ দিন থেকে অবশ্য ভালই ঠান্ডা মালুম হতে শুরু করেছে। তবে শীত যে ফিরলই এমনটাও কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না এখনই।

কলকাতা: ফের শীতে কাঁপছে বাংলা। তাপমাত্রার (Weather Update) পারদ অনেকটাই নিম্নমুখী। সঙ্গে দোসর উত্তুরে হাওয়া। রবিবারের পর সোমবারও ঠান্ডার ভালই দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার ও বুধবার সামান্য বাড়বে তাপমাত্রা।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ। সকালের দিকে হালকা কুয়াশাও দেখা গিয়েছে মহানগরে। হাওয়া অফিস সূত্রে খবর, প্রতি বছরই নিয়ম করে মকর সংক্রান্তিতে পারদ পতন হয়। পরের চার-পাঁচদিন সেই রেশ থাকে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে তাপমাত্রা। তারপর ফের শীতের আমেজ ফিরবে।

আরও পড়ুন: আজ থেকে পুরনো ছন্দে মেট্রো, লাগবে না ই-পাস

তবে মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতে ফের উত্তুরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার। আগামী দু-তিনদিন ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, উত্তর প্রদেশ ও বিহারে। বৃহস্পতিবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। অন্যদিকে মঙ্গলবারই দক্ষিণ ভারত থেকে বিদায় নেওয়ার কথা উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে শীত অনুভূত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা অনেকটাই কমবে। সঙ্গে ঘন কুয়াশার চাদর। উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা। গত সপ্তাহেও যেভাবে শীত পিঠ দেখাতে শুরু করেছিল, মনে হয়েছিল এবার বুঝি সে বিদায়ই নিল। পৌষের শেষ দিন থেকে অবশ্য ভালই ঠান্ডা মালুম হতে শুরু করেছে। তবে শীত যে ফিরলই এমনটাও কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না এখনই।

Next Article