কলকাতা: ফের নামল পারদ। বুধবার সকালে ১৪ ডিগ্রির ঘরে পৌঁছল তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে আবারও বোধহয় ছোট্ট ইনিংস খেলতে চলেছে শীত। আলিপুর আবহাওয়া দফতর তেমনই পূর্বাভাস দিয়েছে।
এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কনকনে উত্তুরে হাওয়া। মহানগরের পাশাপাশি এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে জেলাগুলিতেও। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।
আরও পড়ুন: পুলিস-কৃষক সংঘর্ষ: লাল কেল্লা মেট্রো স্টেশনে যাত্রী প্রবেশ বন্ধ, নিরাপত্তা বাড়ল সিংঘু সীমানায়
হাওয়া অফিস বলছে, আপাতত কয়েকদিন সকাল ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা অনেকটাই নামবে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে। কোথাও কোথাও তা আরও অনেকটাই কমতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা।